অবশেষে খুলতে চলেছে শিশু উদ্যান, খুশি এলাকাবাসীরা

নিউজ ডেস্ক , বালুরঘাট , ২২ সেপ্টেম্বর :  করোনার থাবায় ওলট-পালট হয়ে গিয়েছে দেশের মানুষের স্বাভাবিক জনজীবন। তবে করোনা আবহ কাটিয়ে ধীরে ধীরে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। এই পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার থেকে খুলতে চলেছে বালুরঘাট শিশু উদ্যান।

বালুরঘাট শহরের বেলতলা পার্কে বনবিভাগের অধীন এই শিশু উদ্যান ২৩ শে সেপ্টেম্বর থেকে পুনরায় খোলা থাকবে বলে বনবিভাগ থেকে জানানো হয়েছে। তবে করোনা আবহে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে শিশু উদ্যানে আসা সাধারণ মানুষকে।উল্লেখ্য, করোনার সংক্রমণ রুখতে জারি হয় লকডাউন। তবে করোনা আবহ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। সামাজিক দূরত্ব এবং সরকারী বিধিনিষেধ মেনে খুলছে জনবহুল এলাকাগুলো। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে এবারে খুলছে বনদপ্তরের অধীনে থাকা বালুরঘাট শিশু উদ্যান। বনবিভাগের রেঞ্জ অফিসার মৃণাল কান্তি সরকার আর সি টিভি সংবাদকে জানিয়েছেন, সরকারী নির্দেশিকা মেনে খুলছে বালুরঘাট শিশু উদ্যান।

বালুরঘাট শিশু উদ্যান

পার্কটি খোলার পর থেকে প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্যানিটাইজ করা হবে। পার্কে প্রবেশের আগে থার্মাল গান দিয়ে করা হবে শরীরের তাপমাত্রা পরীক্ষা। যদি সেক্ষেত্রে কারো শরীরে তাপমাত্রা বেশি থাকে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। শিশু উদ্যানে কমানো হবে টিকিট বিক্রির পরিমাণ। খুব সামান্য সংখ্যক মানুষের প্রবেশের অনুমতি মিলবে পার্কে। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় পার্কে জমেছে আগাছা। বর্তমানে সংস্কার করা হচ্ছে গোটা পার্ক। আগামীদিনেও পার্কের সংস্কারে নতুন নতুন উদ্দ্যোগ নেওয়া হবে। নিয়ম মেনে পূর্বের সূচী অনুযায়ী সকাল ১১ টা থেকে ৫ টা ৩০ পর্যন্ত খোলা থাকবে পার্ক। পার্কে প্রবেশের ক্ষেত্রে মানতে হবে সামাজিক দূরত্ব এবং সরকারী বিধিনিষেধ।

Next Post

উপ স্বাস্থ্যকেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার বিরোধিতায় কেন্দ্রে তালা ঝুলিয়ে পথ অবরোধ, বিক্ষুব্ধ গ্রামবাসীদের

Tue Sep 22 , 2020
নিউজ ডেস্ক , হেমতাবাদ , ২২ সেপ্টেম্বর :  হেমতাবাদ ব্লকে ভোগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্র অন্যত্র সরিয়ে নেবার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার উপস্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা।পাশাপাশি এদিন ডেহুচি বিষ্ণপুর রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান ব্লক স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ বাহিনী। উল্লেখ্য ব্লকের ভোগ্রাম এলাকায় উপস্বাস্থ্যকেন্দ্রটি থেকে […]

আপনার পছন্দের সংবাদ