নিউজ ডেস্ক , ইটাহার , ০৪ নভেম্বর : বুধবার নবান্ন থেকে ভার্চুয়ালি উত্তর দিনাজপুরের ইটাহারে নবনির্মিত বাসস্ট্যান্ডের উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উল্লেখ্য জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লক হচ্ছে ইটাহার। জেলার প্রবেশপথ হিসেবে পরিচিত ইটাহার ব্লকে জনসংখ্যা প্রায় ২ লক্ষ ১৭ হাজারের বেশি। ব্লকে এই বিপুল সংখ্যক মানুষ থাকলেও ইটাহারে এতদিন ছিল না কোন স্থায়ী বাসস্ট্যান্ড।
ফলে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদের ওঠানামা করাতে বাস গুলি। এতে করে মাঝেমধ্যে দুর্ঘটনার কবলে পড়েছেন যাত্রীরা।৷ পাশাপাশি রোদ বৃষ্টি মাথায় নিয়ে বাস ধরে হত যাত্রীদের। বাস দাঁড় করানোর নির্দিষ্ট কোনো জায়গা না থাকার কারণে সমস্যায় পড়তে হতো গাড়িচালকদের। অবশেষে ২০১১-তে রাজ্যে ক্ষমতায় আসার পর ইটাহারের চৌরাস্তা মোড়ে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পূর্ত দফতরের ৪ বিঘা জমিতে বাসট্যান্ড নির্মাণের উদ্যোগ নেয় পরিবহন দফতর। এরজন্য বরাদ্দ করা হয় প্রায় ৮ কোটি টাকা। সম্প্রতি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। বুধবার নবান্ন থেকে ভার্চুয়ালি উত্তর দিনাজপুরের ইটাহারে নবনির্মিত বাসস্ট্যান্ডের উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার, বিধায়ক অমল আচার্য প্রমুখ। এদিন সাধারণ মানুষের দাবি মতো এই বাসস্ট্যান্ডে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার টিকিট বুকিং কাউণ্টার, কলকাতাগামী ভলভো বাস এবং বাঙ্গার ও মারনাই মোড়ে বাস সরকারি বাস দাঁড়ানোর দাবি রাজ্য সরকার গ্রহণ করেছে বলে নবান্ন থেকে জানান মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ নতুন বাসস্ট্যান্ড উদ্ধোধন হওয়ায় খুশি সাধারণ মানুষ৷