নিউজ ডেস্ক , ইসলামপুর , ০৪ নভেম্বর : অটোরিকশাতে তল্লাশি চালিয়ে থেকে প্রচুর পরিমানে বেআইনি সোনা সহ দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় চার কোটি টাকা। পুলিশ জানিয়েছে, নাম্বার প্লেট হীন একটি বেআইনি অটোরিকশা থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানের মাধ্যমে তিন দুষ্কৃতী সহ প্রায়ভ চার কোটি টাকার সোনার বার উদ্ধার করেছে।
বুধবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ি অন্তর্গত মাদারীপুর এলাকায়। ওই সোনার বার সহ দুষ্কৃতীরা অটো রিকশায় চেপে কোথাও যাচ্ছিল বলে পুলিশ জানতে পারে। এরপর নাকা চেকিং চলা কালীন সেটি আটক করে তল্লাশি চালাতেই পঞ্চাশটি সোনার বার উদ্ধার হয়। ১৬৬ গ্রাম ওজনের ওই সোনার বারের বাজার মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার।বুধবার এই সোনার বার উদ্ধার এর ঘটনার পর পুলিশ সুপার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন,ধৃতদের নাম অতুল রমেশ বাবর ও হরিদাস ধনাওয়াদে । তাদের বাড়ি মহারাষ্ট্রের আতাপদী ও সাতারা এলাকায়। এরা আলিপুরদুয়ার থেকে বিহারের মুজফ্ফর পুর যাচ্ছিল।চালকের নাম রুজেল আলী। তার বাড়ি দার্জিলিং জেলার ভক্তিনগর এলাকায়। ধৃতরা আন্ত রাষ্ট্র পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। এদিন ধৃতদের ইসলামপুর কোর্টে তোলা হয়।ধৃতদের দশ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ধার হবে বলে মনে করছে পুলিশ।