নিউজ ডেস্ক, ৬ আগস্ট : রাজীব গান্ধী খেলরত্ন ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান। পুরস্কারটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত। তবে এবারে এই পুরস্কারের নাম বদল করল কেন্দ্রীয় সরকার।
হকি তারকা ধ্যানচাঁদকে সম্মান জানাতে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদল করে রাখা হল মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার। একথা টুইট করে নিজেই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “দেশের জনগণের কাছ থেকে ক্রমাগত অনুরোধ পাচ্ছিলাম যে খেল রত্ন পুরস্কারের নাম যেন মেজর ধ্যানচাঁদের নামে করা হয়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মতামত প্রকাশ করার জন্য। মেজর ধ্যানচাঁদ ভারতের বিখ্যাত খেলোয়াড় ছিলেন, যিনি দেশের জন্য গর্ব ও সম্মান এনে দিয়েছিলেন। ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান তাই ওনার নামেই করা হচ্ছে।” ১৯৯১-৯২ সাল থেকে কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক খেলরত্ন পুরস্কার দিয়ে আসছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামেই এই পুরস্কারের নামকরণ করা হয়েছিল। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে চার বছরের বেশি সময় ধরে নিয়মিত সাফল্য এনে দিলেই এই খেতাব পাওয়া যায়। ইতিমধ্যেই শচীন তেণ্ডুলকর, অভিনব বিন্দ্রা, বিশ্বনাথন আনন্দ, পঙ্কজ আডবানী, মহেন্দ্র সিং ধোনিদের মতো ক্রীড়াবিদরা খেলরত্ন পেয়েছেন।
আরও খবর পড়ুন : বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবটিমের পথে লিও মেসি