নিউজ ডেস্ক, ৬ আগস্ট : দেশজুড়ে অব্যাহত করোনার দ্বিতীয় ঢেউ এর দাপট। গত ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন।
অন্যদিকে দু’দিনের থেকে কমে মৃতের সংখ্যা ৫০০-র নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৪৬৪ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪১,০৯৬। অর্থাৎ, শেষ একদিনে দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৩,০৮৩ বেড়ে গিয়েছে। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৫৯ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১০ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৮ লক্ষ ৫৭ হাজার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জন। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪৯ কোটি ৫৩ লক্ষ ২৭ হাজার ৫৯৫ জন।অন্যদিকে, রাজ্যে খানিকটা কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১২ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন ৮২৩ জন। করোনায় সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্য়া ১০,৭২১। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনাতে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। তবে ওই জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক জনের। কলকাতায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৯। একদিনে শহরে মৃত্যু হয়েছে একজনের।
আরও খবর পড়ুন : আজকের দিনেই হিরোশিমায় পরমাণু বোমা ফেলে ছিল আমেরিকা