বল গিয়ে পড়ল স্টেডিয়াম পেরিয়ে রাস্তায়, ১৬ রানে পরাজিত সি এস কে

বল গিয়ে পড়ল স্টেডিয়াম পেরিয়ে রাস্তায়, ১৬ রানে পরাজিত সি এস কে

নিউজ ডেস্ক, ২৩ সেপ্টেম্বর :   শেষ ওভারে ধোনির শটে বল স্টেডিয়াম পেরিয়ে গিয়ে পড়লো রাস্তায়, সেই বল কুড়িয়ে নিলো রাস্তায় থাকা পথচারী। কিন্তু শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেও নির্ধারিত লক্ষ্য পর্যন্ত পৌছতে পারল না সি এস কে।

ড্রিম ইলেভেন ২০২০ আই পি এলে জয় দিয়ে শুরূ করল রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসকে ১৬ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল রাজস্থান রয়্যালস। সারজা আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠায় ধোনির চেন্নাই সুপার কিংস। রয়্যালসের হয়ে ব্যাট করতে নামে জয়সওয়াল এবং সঞ্জু স্যামসাং। শুরুতে ৬ বলে ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল। কিন্তু হাল ছাড়েননি সঞ্জু স্যামসাং। তার সাথে সঙ্গ দেয় স্টিভ স্মিত। মাত্র ৩২ বলে ৭৪ রানে প্যাভিলিয়নে ফেরেন সঞ্জু স্যামসাং। তার ইনিংসে ছিল ১ টি চার এবং ৯ টি ছয়। এরপর ম্যাচের হাল ধরেন স্টিভ স্মিত। তার ইনিংসে ছিলো ৪ টি চার এবং ৪ টি ছয়। ৪৭ বলে ৬৯ রানে প্যাভিলিয়নে ফেরেন। ডেভিড মিলার ০ বলে ০, রবিন উথাপ্পা ৯ বলে ৫, টেওটিয়া ৮ বলে ১০, আর. পরাগ ৪ বলে ৬, টম কারেন ৯ বলে ১০ রানে আউট হন। তবে সবাইকে চমকে দিয়েছে আর্চার। শেষে নেমে মাত্র ৮ বলে ২৭ রান করে তাক লাগিয়ে দেন সকলকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৬ রান করে রয়্যালস।

জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ভাবে শুরূ করে চেন্নাই সুপার কিংস। কিন্ত রয়্যালস এর বোলিং লাইন আপের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি চেন্নাই শিবিরের ব্যাটসম্যানরা। মুরলি বিজয় ২১ বলে ২১ এবং শেন ওয়াটশান ২১ বলে ৩৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু ক্রিজে থেকে লড়াই চালিয়ে যান ফ্যাফ ডু প্লেসিস। স্যাম কারেন ৬ বলে ১৭, গাইকোয়াড ১ বলে ০, কেদার যাদব ১৬ বলে ২২ প্যাভিলিয়নে ফেরেন এবং রবীন্দ্র জাডেজা অপরাজিত ২ বলে ১ রান করেন। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া ফ্যাফ ডু প্লেসিস ৩৭ বলে ৭২ রানে আউট হন। মহেন্দ্র সিং ধোনির ১৭ বলে অপরাজিত ২৯ রান করলেও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান স্কোরবোর্ডে তুলতে পারে সি এস কে। যার ফলে কাঙ্খিত লক্ষ্য থেকে মাত্র ১৬ রানে পরাজিত হয় সি এস কে।

অপরদিকে, বল হাতে রয়্যালস এর হয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন বোলার রাহুল টেওটিয়া। নির্ধারিত ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। তার ইকোনমি ৯.২৫। পরবর্তী ম্যাচে বুধবার মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স।

Next Post

সংষ্কারের অভাবে বেহাল অবস্থা আবাসনের, সাপের উপদ্রবে আতঙ্ক

Wed Sep 23 , 2020
নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ২৩ সেপ্টেম্বর :    দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় বর্ষাকালে সাপ পোকামাকড়ের উপদ্রব দেখা দিয়েছে রায়গঞ্জের উদয়পুরে অবস্থিত প্রাণী সম্পদ বিকাশ বিভাগের চত্বরে থাকা সরকারি কর্মীদের আবাসনগুলিতে। ফলে কখনও কখনও আশপাশের বাড়িগুলিতেও ঢুকে যাচ্ছে সাপ পোকামাকড়। এঘটনায় আতংকিত তাঁরা। অবিলম্বে আবাসন গুলি সংষ্কার করার দাবি তুলেছেন […]

আপনার পছন্দের সংবাদ