ডিজিটাল ডেস্ক : ড্রিম ইলেভেন ২০২০ আই পি এলে জয় দিয়ে শুরূ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সানরাইজার্স হায়দ্রাবাদকে ১০ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে কোহলির আর সি বি কে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স হায়দ্রাবাদ।
প্রথম থেকেই ব্যাটিং এ আক্রমণাত্মক ভাবে শুরূ করে ব্যাঙ্গালোর শিবিরের ওপেনার দেবদূত পাডিক্যাল এবং অ্যারন ফিঞ্চ। বেশ অনেক রঙের পার্টনারশিপ গড়েন তারা। এরপর অভিষেক শর্মার বলে LBW হন ফিঞ্চ। এবারে আই পি এলে সকলের নজর কেড়ে ৪২ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন দেবদূত পাডিক্যাল। পরবর্তীতে কিং কোহলি নামলেও ১৩ বলে মাত্র ১৪ রানে আউট যান তিনি। তবে এরপর ব্যাট হাতে নামা এ বি ডি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান।
মাত্র ৩০ বলে ৫১ রান করেন তিনি। তার ইনিংসে রয়েছে ৪ টি চার ও ২ টি ছয়। এস. ডুবে এবং জে. ফিলিপি ৮ বলে ৭ রান এবং অপরাজিত ২ বলে ১ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে চাপে পরে যায় এস আর এইচ (SRH)। পরবর্তীতে খেলার হাল ধরেন জনি বেস্ট্রো এবং মনীষ পান্ডে। কিন্তু ৩৩ বলে ৩৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন মনীষ। এরপর ৪৩ বলে ৬১ তে আউট যান জনি বেস্ট্রো। এরপর তাসের ঘরের মতো ভেঙে পরে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ।
গার্গের ১৩ বলে ১২, বিজয় শঙ্করের ১ বলে ০, অভিষেক শর্মার ৪ বলে ৭, রশিদ খান ৫ বলে ৬, এস. শর্মা ৬ বলে ৯, ভুবনেশ্বর কুমার ২ বলে ০, মিচেল মার্শ ১ বলে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। আর সি বি র বোলিং লাইন আপের সামনে কার্যত ধরাশায়ী হয়ে যায় হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ। ১৫৩ রানেই শেষ হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস। যার ফলে ১০ রানে জিতে ম্যাচটি পকেটে পুরে নেয় কিং কোহলির আর সি বি। পরবর্তী ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস।