নিউজ ডেস্ক , ২২ ডিসেম্বর : মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে ভোটের আগে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য আগামী ৩১ শে জানুয়ারি রাজ্যে আরও এক দফায় টেট পরীক্ষা গ্রহণ করা হবে।
অফলাইনেই নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও প্রাথমিকে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বুধবার বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি। আগামী ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এই তথ্যের পাশাপাশি তিনি আরও বলেন, প্রাথমিকে নিজেদের জেলায় পোস্টিং চেয়ে এখনো পর্যন্ত যে দশ হাজার ১৬৩ জন শিক্ষক আবেদন করেছেন তার মধ্যে ৬ হাজার ৪৬৬ জনকে তাদের জেলায় নিয়োগ করা হয়েছে। মাধ্যমিকস্তরে ৫ হাজার ৫০২ জনের মধ্যে ৩ হাজার ৮৫২ জন কে নিজের জেলায় এবং ৪ হাজার ৫৯৪ জনের মধ্যে ৪ হাজার ৪৯০ জনকে আপোষ বদলি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।