নিউজ ডেস্ক , ২২ ডিসেম্বর : যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল কলকাতা স্টেশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত সম্পূর্ণ সংরক্ষিত একটি সম্পূর্ণ স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ট্রেন’টি রাত ৮টা ৩৫ মিনিটে ছেড়ে পরদিন দুপুর সাড়ে ১২’টায় আলিপুরদুয়ার জংশন পৌঁছাবে।
আবার ২৫ ডিসেম্বর দুপুর ৩’টে ১৫ মিনিটে আলিপুরদুয়ার জংশন থেকে ছেড়ে পরদিন সকাল ৮’টা ২০ মিনিটে কলকাতা স্টেশন-এ পৌঁছাবে বলে পূর্ব রেল সূত্রের খবর। কলকাতা স্টেশন ও আলিপুরদুয়ার জংশনের মধ্যে বর্ধমান, বোলপুর(শান্তিনিকেতন), রামপুরহাট মালদা টাউন, হরিশ্চন্দ্র পুর, বারসই জংশন, ডালখোলা কিশানগঞ্জ, আলুয়া বাড়ি রোড, ঠাকুর গঞ্জ, বাগডোগরা শিলিগুড়ি জংশন, নিউমাল জংশন Dalgaon, হাসিমারা এবং Hamintonganj স্টেশনে থামবে। আলিপুরদুয়ার গামী ট্রেনের জন্য আগামী ২২ ডিসেম্বর থেকে আসন সংরক্ষণ করা যাবে বলে রেল সূত্রের খবর।