নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৪ ডিসেম্বর : সভামঞ্চ ভেঙ্গে দিয়ে দলীয় কর্মীকে মারধোরের ঘটনায় বৃ্হস্পতিবার চাঞ্চল্য ছড়ালো চাঁচলে। জানা গিয়েছে, এদিন নারী নির্যাতন সহ বিভিন্ন ইস্যুতে চাঁচল মহাকুমা দপ্তরের সামনে ধরনা মঞ্চ করে বিক্ষোভ অবস্থানের আয়োজন করেছিল ব্লক বিজেপি নেতৃত্ব।
কিন্তু বিজেপির অভিযোগ, দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে যখন মহকুমা দপ্তরের সামনে ধর্না মঞ্চে উপস্থিত হয় তখন তারা দেখতে পান ধর্না মঞ্চের বেশ কিছু খুটি ভেঙে ফেলে দেওয়া হয়েছে।এমনকী মঞ্চে থাকা বেশ কিছু কর্মী সমর্থককে মারধোর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে শাসকদল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। মালদা জেলা বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা অনিন্দিতা প্রামানিক অভিযোগ করেন, প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে এদিন মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্না মঞ্চ করে বিক্ষোভ অবস্থান করার কর্মসুচী নেওয়া হয়।সেই ধরনা মঞ্চ ভেঙে ফেলার পাশাপাশি শাসকদলের কর্মীরা হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।জেলা বিজেপির সম্পাদক দীপঙ্কর রাম জানান, রাজ্যের প্রতিটি জেলায় ধর্না মঞ্চ করে এদিন বিক্ষোভ প্রদর্শন করার কর্মসুচী নেওয়া হয়। সেইমত চাঁচল মহকুমা শাসকের দপ্তরে সামনে ধরনা মঞ্চ করা হয়েছিল।কিন্তু তা শুরুর আগেই তা ভেঙ্গে দেওয়া হয়।কয়েকজন কর্মীকে বেধড়ক মারধর করা হয়। যার মধ্যে একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি জেলা নেতৃত্ব কে জানানো হয়েছে। অভিযোগ করা হবে চাঁচল থানাতেও।যদিও এই ঘটনা পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন চাঁচল ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী।