নিজস্ব সংবাদদাতা , গাজোল , ২৪ ডিসেম্বর : এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে গাজোলের খেজুরডাঙ্গি এলাকায়। মৃতার নাম সাইবা পারভিন (২৩)। মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
মৃতদেহ দেখার পর এই অভিযোগ করা মাত্রই তাদের উপর লাঠি, হাঁসুয়া নিয়ে চড়াও হয় শ্বশুরবাড়ির লোকেরা। লাঠি এবং হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন বাপের বাড়ির বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গাজোল থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃতার পরিবার সুত্রের খবর, বছর তিনেক আগে গাজোলের খেজুরডাঙি এলাকার যুবক পেশায় জুট মিলের শ্রমিক দিলদার শেখের সঙ্গে বিয়ে হয়েছিল সাইবার। তাদের এক পুত্র সন্তানও রয়েছে। বিয়েতে যথাসম্ভব যৌতুক দেওয়া হলেও বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সাইবার উপর অত্যাচার চালাত তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। বুধবার সকালে শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাঁদের ফোন করে জানানো হয় সাইবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তড়িঘড়ি বাপের বাড়ির লোক ছুটে গিয়ে দেখেন বিছানার উপর শুইয়ে রাখা হয়েছে সাইবাকে। কিভাবে মৃত্যু হয়েছে সাইবার এটি জানার জন্য শ্বশুরবাড়ির লোকেদের কাছে প্রশ্ন করা মাত্রই তাঁরা সাইবার বাপের বাড়ির লোকজনদের ওপর হামলা করে বলে অভিযোগ। হাতাহাতির জেরে দুই পক্ষের কয়েকজন অল্পবিস্তর আহত হয়। ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার পরিবারের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।