ব্যাঙ্ককর্মীকে গুলি করে টাকা ছিনতাই দুষ্কৃতিদের, তদন্তে পুলিশ

ব্যাঙ্ককর্মীকে গুলি করে টাকা ছিনতাই দুষ্কৃতিদের, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৪ ডিসেম্বর : এক বেসরকারী ব্যাংক কর্মীর পথ আটকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। বৃ্হস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে চাঁচলের ভক্তিপুর এলাকায়। পুলিশসুত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ ওই যুবকের নাম শ্রীকৃষ্ণ চৌধুরী।

সে এক বেসরকারী ব্যাঙ্কে কর্মরত। এদিন সন্ধ্যায় ওই ব্যাংক কর্মি মলয় বাড়ি থেকে টাকা কালেকশন করে চাচোলে ফিরছিল। সেসময় ভক্তিপুর গ্রামের আগে ফাঁকা রাস্তায় তিন দুষ্কৃতী তার বাইকের পথ আটকায়। তার টাকার ব্যাগ ছিনতাই করতে উদ্যত হলে বাধা দেয় ওই ব্যাঙ্ককর্মী। সেসময় তাকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতিরা। গুলি লাগে তার ব্যাংককর্মীর কোমরে। ঘটনাস্থলে রাস্তায় লুটিয়ে পড়ে সে।দুষ্কৃতীরা তার টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে চম্পট দেয়।গুলির আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ ব্যাংককর্মীকে উদ্ধার করে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকেরা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Post

পাকিস্তানে মুদ্রাস্ফীতি চরমে, এক একটি ডিম বিকোচ্ছে ৩০ টাকায়

Fri Dec 25 , 2020
নিউজ ডেস্ক , ২৫ ডিসেম্বর : একদিকে করোনা মহামারী অন্যদিকে মুদ্রাস্ফীতি৷ জোড়া আক্রমণে বেসামাল দেউলিয়া পাকিস্তান। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছে দেশের আমজনতা। বাজারে শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস ডিম অর্থাৎ খাদ্য সামগ্রীর দাম নাগালের বাইরে চলে গিয়েছে। এমতাবস্থায় কার্যত দু’বেলা দু’মুঠো ভাত জোগাড় করাই […]

আপনার পছন্দের সংবাদ