নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ২৩ সেপ্টেম্বর : বুধবার অর্থাৎ ২৩ শে সেপ্টেম্বর পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪৫০। পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন ” বুধবার পুর এলাকায় ৩ জনের সংক্রমণ ধরা পড়েছে।
একনজরে দেখে নিন ওয়ার্ড ভিত্তিক আক্রান্তের সংখ্যা :
০২ ওয়ার্ডে -০১জন।
০৩- নম্বর ওয়ার্ডে -০১
২৪ নম্বর ওয়ার্ডে -০১
উল্লেখ্য রাজ্য স্বাস্থ দপ্তরের বুলেটিন অনুযায়ী ২৩-শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩২৫৫। বুলেটিন অনুযায়ী নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৪২। আজ পর্যন্ত -৩৩ জনের মৃত্যু হয়েছে জেলায়।
যারা কোভিড যোদ্ধা হিসেবে কাজ করছেন তাঁদের সম্মান করুন। কোভিড আক্রান্তদের প্রতি মানবিক দৃষ্টিকোন গড়ে তুলুন।