নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ২৩ সেপ্টেম্বর : রাজ্য সরকারের পুরোহিত ভাতা প্রদানের ঘোষনার পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তথা আইএনটিটিইউসি’র (INTTUC) জেলা সভাপতি অরিন্দম সরকারের উপস্থিতিতে তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’ র পতাকা হাতে তুলে দেওয়ার ঘটনায় দ্বিধা বিভক্ত রায়গঞ্জ শহরের পুরোহিত সমাজ।
পুরোহিতের একাংশের বক্তব্য, “পুরোহিত কল্যাণ সমিতি “নামে যে সংগঠন ছিল তা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা সমীচীন নয়। সে কারনে তারা ” পুরোহিত কল্যান পরিষদ ” নামে নতুন সংগঠনের সূচনা করেছেন ইতিমধ্যেই। তাদের দাবি, তাঁরা দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের মানুষের ধর্মীয় অনুষ্ঠানের কাজ করেন। তাঁদের পুরোহিতদের সংগঠন সরাসরি কোনও রাজনৈতিক অধীনে থাকা ঠিক নয়। সেকারনেই গত ১৯ শে সেপ্টেম্বর পুরোহিতদের হাতে আইএনটিটিইউসি’র পতাকা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে পুরোহিত কল্যান পরিষদ।
তবে রাজ্য সরকার পুরোহিতদের যে ভাতা প্রদানের ব্যবস্থা করেছে সেই সিদ্ধান্তকে সঠিক বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অভিনন্দন জানিয়েছে তারা। তবে পুরোহিতদের এই বাধ্যবাধকতার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন আই এন টি টি ইউ সি -র উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার। তিনি বলেন, কোনো রাজনৈতিক ছাতার তলায় থাকার বিষয়ে যথেষ্ট সমস্যা রয়েছে পুরোহিত সমাজের। ফলে তারা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। অন্যদিকে, তিনি এও জানান, সেদিন যে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল তা পুরোহিতদের অনুমোদন সাপেক্ষেই করা হয়েছিল।