তামাক বিরোধী সচেতনতার বার্তা দিতে বিশেষ উদ্যোগ প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ০২ নভেম্বর :   মানিকচক ব্লক প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও থানার উদ্যোগে তামাক বিরোধী একটি সচেতনতামূলক মিছিল করা হল সোমবার। এদিন বেলা ১১ টায় মানিকচক থানা থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল ও ব্লক অফিস সহ বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে মানিকচক থানায় গিয়ে সমাপ্ত হয়।

সার্বজনীন স্থানে ধূমপান নিষেধ, ১৮ বছরের কম বয়সীদের তামাক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় নিষেধ করা সহ বিভিন্ন বিষয়ে প্রচারাভিযান করা হয় এদিনের মিছিলটি থেকে। এদিনের কর্মসূচীতে মানিকচক ব্লকের বিডিও জয় আমেদ, বি এম ও এইচ হেম নারায়ন ঝা, ওসি গৌতম চৌধুরী সহ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এদিন বেলা ১১ টায় মানিকচক থানার থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল ও ব্লক অফিস মানিকচক বাজার পরিক্রমা করে মানিকচক থানায় সমাপ্ত হয়। মিছিলের মাধ্যমে লাগাতার মাইকিং করে প্রচার করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মূলত সার্বজনীন স্থানে ধূমপান নিষেধ, ১৮ বছরের কম বয়সীদের তামাক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করা নিষেধ, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০০ গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ সহ প্রভৃতি আইনবিরুদ্ধ কাজ না করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আরো জানাও হয় এই সমস্ত নিয়ম না মানলে প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ গ্রহন করা হবে এবং আগামীকাল থেকে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ব্লক প্রশাসনের কর্তারা।

Next Post

রাতে জমিতে জল দিতে গিয়ে নিখোঁজ বাবা, সকাল থেকে বেপাত্তা ছেলেও, ঘটনায় ধোঁয়াশা গ্রাম জুড়ে

Mon Nov 2 , 2020
নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০২ নভেম্বর :  রবিবার রাতে জমিতে জল দিতে গিয়ে এক ব্যক্তির বাড়ি না ফেরার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুরের তালগাছি এলাকায়।অন্যদিকে সোমবার সকাল থেকে খোঁজ মিলছে না নিঁখোজ ওই ব্যক্তির এক ছেলেরও।এই ঘটনায় রহস্য ঘনীভুত হয়েছে গোটা এলাকাজুড়ে। স্থানীয়সুত্রে জানা গিয়েছে, রবিবার রাতে জমিতে জল দিতে […]

আপনার পছন্দের সংবাদ