করোনা গ্রাসে শতাব্দী প্রাচীন লহ্মী পুজো, বাতিল মেলা ও নানা অনুষ্ঠান

করোনা গ্রাসে শতাব্দী প্রাচীন লহ্মী পুজো, বাতিল মেলা ও নানা অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা , মালদা , ২৯ অক্টোবর :  করোনা ছায়া পড়লো মালদা কোঠাবাড়ি এলাকার শতাব্দী প্রাচীন সরস্বতী পুজোয়। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে স্বল্প আয়োজনে নিয়ম মেনে এবার সম্পন্ন হবে পুজো। উল্লেখ্য ইংরেজবাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কোঠাবাড়ি চুনিয়াপাড়া এলাকায়
প্রায় ১০০ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেছিলেন ক্ষিতিশ চন্দ্র রায়।

এখানে লক্ষীর সাথে কার্তিক, গণেশ, সরস্বতী, অন্নপূর্ণা, ব্রহ্মা, নারায়ন, মহাদেব এবং রাম লক্ষণও পূজিত হয়ে থাকেন। জেলার সর্ববৃহৎ এই পুজোয় আয়োজিত হয় পাঁচদিনব্যাপী মেলারও।বিসর্জনের দিন নৌকায় করে দেবী লক্ষ্মীকে পুরাতন মালদার সদরঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে এই উপলক্ষে বসে মেলা। এরপর আবার কোঠাবাড়িতে নিয়ে আসা হয় দেবীপ্রতিমাকে। এরপর মহানন্দা নদীতে মায়ের বিসর্জন পর্ব সম্পন্ন হয়।এই বিষয়ে ওই পরিবারের সদস্য বিশ্বনাথ রায় জানান, স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর শুরু হয়েছিল। প্রাচীন সেই পরম্পরা মেনেই আজও পূজিতা হয়ে থাকেন দেবী লহ্মী। তবে এবছর করোণা সংক্রমণের জেরে কিছুটা হলেও প্রাচুর্য কমেছে। অন্যদিকে এই বিষয়ে প্রতিমাশিল্পী জ্যোতির্ময় পাল জানান, পূর্বপুরুষ অনুযায়ী এই প্রতিমা বানিয়ে আসছেন তারা। এই পূজার মাহাত্ম্য লক্ষীদেবীর সাথে অন্যান্য দেবদেবীও পূজিত হন এখানে। যদিও এবছর করোনার কারণে এই পুজোয় বাতিল হয়েছে অনেক অনুষ্ঠান।এমনকী পুজো উপলক্ষ্যে আয়োজিত মেলা পাঁচদিনের পরিবর্তে মাত্র একদিন অনুষ্ঠিত হবে।

Next Post

টাকার বৃষ্টি ! দেখা গেল চিনের চংকিং শহরের রাস্তায়

Thu Oct 29 , 2020
নিউজ ডেস্ক , ২৯ অক্টোবর :  রজনীকান্তের ‘শিবাজী : দ্য বস ” সিনেমার শেষ লগ্নে টাকা উড়ছিল আকাশে! সত্যজিতের “নায়ক” ছবিতে মহানায়ক উত্তমকুমার টাকার চোরাবালিতে তলিয়ে যাচ্ছিলেন। তাও আবার স্বপ্নে। কিন্ত কেউ বাস্তবে এমন দৃশ্য চাক্ষুষ করেছেন?…. মনে হয় না। তবে এমনই অবাস্তব ঘটনা এবার বাস্তবে ঘটল চীনে। দেশটির দক্ষিণ-পশ্চিমে […]

আপনার পছন্দের সংবাদ