নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০২ নভেম্বর : রবিবার রাতে জমিতে জল দিতে গিয়ে এক ব্যক্তির বাড়ি না ফেরার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুরের তালগাছি এলাকায়।অন্যদিকে সোমবার সকাল থেকে খোঁজ মিলছে না নিঁখোজ ওই ব্যক্তির এক ছেলেরও।এই ঘটনায় রহস্য ঘনীভুত হয়েছে গোটা এলাকাজুড়ে।
স্থানীয়সুত্রে জানা গিয়েছে, রবিবার রাতে জমিতে জল দিতে যাবে বলে বাড়ি থেকে বের হয় আনিসুর রহমান।দীর্ঘক্ষন কেটে গেলেও বাড়ি ফিরে না আসায় সকাল হতেই খোঁজ শুরু করে পরিবারের লোকেরা। জমির পাশে স্যালো পাম্পসেটের অদূরে রক্তের দাগ থাকায় দেখা দিয়েছে ধোঁয়াশা। তাকে খুন করে দেহ লোপাট করা হয়েছে তা নিয়ে সন্দেহ তৈরী হয়েছে। কারণ এদিন সকালে আনিসুর রহমানের এক ছেলে বাড়ি থেকে গা ঢাকা দিয়েছেন।জানা গিয়েছে, বছর পঞ্চান্নের আনিসুরের বড় ছেলে মানসিক ভারসাম্যহীন। সে অনেকদিন আগে থেকেই নিখোঁজ। বাকি তিন ছেলে ভিন্ রাজ্যে শ্রমিকের কাজ করেন। মেজো ছেলে হায়াত আলাদা থাকত। আনিসুর ছোট ছেলে বাবলুর সঙ্গে থাকত।আনিসুর বাবলুকে বেশি সম্পত্তি দিয়ে দিচ্ছেন এই অভিযোগে মাস দুয়েক আগে হায়াতের সঙ্গে বাবলুর বিবাদ হয়। গন্ডগোলে হায়াত গ্রেফতারও হয়। জামিন পেয়ে ওড়িশায় চলে গেলেও চারদিন আগে হায়াত বাড়ি ফিরে আসেন।তবে বাবা নিখোঁজ হওয়ার পর এদিন সকালেই ফের বাড়ি ছেড়ে গা ঢাকা দেয় হায়াত।এতেই সন্দেহ ছড়িয়েছে গ্রামজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস বলেন, নিখোঁজ আনিসুর রহমানের খোঁজ চলছে। পাশাপাশি ঘটনার পিছনে কি কারণ রয়েছে সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সঞ্জয়বাবু।