নিউজ ডেস্ক , ০৪ মার্চ : ৬ বলে ৬ টি ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে হার্সেল গিবস এবং যুবরাজ সিংয়ের পরবর্তীতে সেই তালিকায় নাম লেখালেন কায়রন পোলার্ড। সমগ্র ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি স্থাপন করলেন তিনি।
এমনকি কায়রন পোলার্ড এর ঝড়ে খুব সহজেই ম্যাচটি পকেটে পুরে নিল ওয়েস্ট ইন্ডিজ। এমনকি ৪ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে ম্যাচটি জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ১৩১ রান করে শ্রীলঙ্কা। প্রথম থেকেই শ্রীলঙ্কা বেশ চাপে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু সেটি বেশিক্ষণ কার্যকর হয়নি শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়ের তৃতীয় ওভারে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে দেন কায়রন পোলার্ড। এমনকি এই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন আকিলা ধনঞ্জয়। একটি ওভারে তিনি এভিন লুইস, নিকোলাস এবং ক্রিস গেইলকে পরপর ফিরিয়ে দেন। যদিও সেই বোলিং পারফরমেন্সকে বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ক্যারিবিয়ান জায়েন্ট কায়রন পোলার্ড। আকিলা ধনঞ্জয়ের তৃতীয় ওভারে ৩৬ রান তুলে নেন পোলার্ড। তার দাপটে ১৩.১ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা, পাশাপাশি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচও জিতে নেন তারা। ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিং ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছেন। এবারে তাদের নামের পাশে যুক্ত হলো ক্যারিবিয়ান সুপারস্টার কায়রন পোলার্ডের নামও। পাশাপাশি ম্যাচে ১১ বলে ৩৮ রান করে দলকে কাঙ্খিত লক্ষ্যমাত্রায়ও পৌঁছে দেন পোলার্ড।