নিউজ ডেস্ক , ২৯ ডিসেম্বর : মঙ্গলবার মেলবোর্নে নতুন ইতিহাস করলেন ভারতীয় দলের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এদিন হ্যাজেলউডকে আউট করে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন অশ্বিন। সবচেয়ে বেশিবার বাঁ হাতি ব্যাটসম্যানকে আউট করার নজির গড়লেন আশ্বিন। এর আগে এই ইতিহাস ছিল শ্রীলঙ্কার স্পিনার মুথাইয়া মুরলিধরন এর।
বল হাতে এর আগে একাধিক নজির গড়েছে আশ্বিন। আইপিএল থেকে শুরু করে টেস্ট ক্রিকেটে তার রয়েছে অসংখ্য উইকেট। বেশ কয়েকবার দল থেকে বাদ পড়েছেন তিনি। তবে তার বোলিং অ্যাকশনে বারবার মুগ্ধ করেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের। গড়েছেন একাধিক রেকর্ড। এবারে তার মুকুটে যুক্ত হলো আরো একটি পালক। অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথম ইনিংসে ম্যাথু ওয়েডের উইকেট নিয়ে শ্রীলঙ্কার স্পিনার মুথাইয়া মুরলিধরনকে স্পর্শ করেছিলেন অশ্বিন। আর দ্বিতীয় ইনিংসে তিনি করে ফেললেন নতুন রেকর্ড। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান হ্যাজেলউডকে আউট করে নতুন রেকর্ড করে ফেললেন তিনি। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাঁ হাতি ব্যাটসম্যানকে আউট করার নজির গড়লেন তিনি। আবারো স্বমহিমায় উজ্জ্বল অশ্বিন।