জটিল অস্ত্রোপচারে সাফল্য মালদা সরকারী হাসপাতালের

আরসিটিভি সংবাদ – ফের জটিল অস্ত্রোপচারে সাফল্য মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। জানা গিয়েছে, মালদার আটমাইলের ডোমনটোলা এলাকার বাসিন্দা পূরভূ সোড়েনের শিশুসন্তান হিমাল অসাবধানতাবশত কানের দুল মুখে পুড়ে দেয়।

 

আরও পড়ুন – সার্টিফিকেট জালিয়াতি করে চাকরিতে নিয়োগপত্র

এরপরই সেটি গলায় গিয়ে খাদ্যনালী ও শ্বাসনালীর মাঝখানে আটকে যায়। এরফলে শ্বাস নিতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশুটি।তড়িঘড়ি তাকে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে,পরে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। মেডিক্যাল কলেজের চিকিৎসক গণেশ চন্দ্র গাইনের নেতৃত্বে আটজন চিকিৎসকের এক টীম প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় অস্ত্রোপচার করে কানের দুলটি তার গলা থেকে বের করে।বর্তমানে সুস্থ শিশুটি। জটিল এই অস্ত্রোপচার করে সন্তানের প্রাণ বাঁচানোয় মেডিক্যাল কলেজের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পরিবার।

Next Post

সুপার মার্কেট বাজার সচল করার উদ্যোগ রায়গঞ্জ পৌরসভার

Sun Feb 26 , 2023
আরসিটিভি সংবাদ –রায়গঞ্জ শহরের উন্নয়নে পৌরসভা যে একাধিক কর্মসূচি গ্রহন করেছে তার একটি অন্যতম দৃষ্টান্ত হল সুপারমার্কেট বাজার। পৌরসভার উদ্যোগে এখানে পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম ব্যবসায়ী এখানে বসছেন পসরা নিয়ে।   আরও পড়ুন – জটিল অস্ত্রোপচারে সাফল্য মালদা সরকারী হাসপাতালের   যদিও বড়সড় পরিসরে এখানে […]

আপনার পছন্দের সংবাদ