নিউজ ডেস্ক , ১৯ ডিসেম্বর : এক সপ্তাহ চিকিৎসা চলার পর শুক্রবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পরিচালক-কোরিওগ্রাফার রেমো ডি’সুজা।
শুক্রবার রাতে ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিয়ো শেয়ার করলেন রেমো। শুভানুধ্যায়ীদের উদ্দেশে লিখলেন, ‘ধন্যবাদ আপনাদের ভালবাসা, প্রার্থনা এবং আশীর্বাদের জন্য। আমি ফিরে এসেছি।’
তাঁর ফিরে আসার খুশিতে সারা বাড়ি সেজে ওঠে রংবেরঙের বেলুনে। সেগুলিতে লেখা ‘ওয়েলকাম হোম’। উল্লেখ্য গত শুক্রবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন রেমো। তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ৪৬ বছর বয়সি কোরিয়োগ্রাফারের হার্টে ব্লকেজ থাকায় সমস্যার সৃষ্টি হয়। অ্যাঞ্জিওগ্রাফির পর কিছুটা স্থিতিশীল হন তিনি। এর পরেই হাসপাতালের ঘর থেকে হুইলচেয়ারে বসে তাঁর নাচের ভিডিয়ো শেয়ার করেছিলেন স্ত্রী লিজেল ডি’সুজা।