নিউজ ডেস্ক , ১১ আগস্ট : মহাকাশ নিয়ে জানার শেষ নেই। অজানাকে জানার কৌতুহল সেই আদিকাল থেকেই। বিশ্বব্রহ্মাণ্ড ও মহাজাগতিক নানা ঘটনা, নক্ষত্র, গ্রহাণু নিয়ে চলছে পরীক্ষানিরীক্ষা ও গবেষণা ৷ সেই পরীক্ষানিরীক্ষা চালাতে গিয়েই নাসার লেন্সে ধরা পড়ল নতুন একটি গ্রহ।
যার নাম ১৬-সাইকি। প্ল্যাটিনাম, সোনা, লোহা, তামা-সহ একাধিক দুর্মূল্য ধাতুতে ঠাসা এই গ্রহাণু। বিজ্ঞানীদের অনুমান ওই গ্রহাণুর এক একটি টুকরোয় বিশ্বের সবাই রাতারাতি ধনী হয়ে যেতে পারেন। নাসা পর্যবেক্ষণ করে জানিয়েছে পৃথিবী থেকে প্রায় ৩৭ কোটি কিলোমিটার দূরে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝামাঝি স্থানে অবস্থান করছে এই গ্রহাণু। আগামী বছরেই এই গ্রহাণু অভিযান করতে চলছে নাসা। সেই মতো চলছে প্রস্তুতিও। জানা গিয়েছে নাসার মহাকাশযানের পৌঁছতে সময় লাগবে প্রায় সাড়ে তিন বছর। ২০২৬-এর শুরুর দিকে ওই গ্রহাণু থেকে মূল্যবান ধাতু সমৃদ্ধ চাঙর তুলে এনে গবেষণাই আপাতত লক্ষ্য বিজ্ঞানীদের। নাসা জানিয়েছে, গ্রহাণুটি মাত্র ২০০ কিলোমিটার চওড়া। তার কলেবরে জমা বহুমূল্য ধাতুর বাজারমূল্য হরেদরে প্রায় ১০ হাজার কোয়াড্রিলিয়ন, অর্থাৎ ১০ লক্ষ লক্ষ কোটি ডলার।১৬-সাইকি গ্রহাণুর শরীরে প্ল্যাটিনাম, সোনা, নিকেল, লোহা, তামা-সহ বিভিন্ন বিরল প্রকৃতির ধাতুর হদিশ পেয়েছেন বিজ্ঞানীরা।