শুভেন্দুকে নিয়ে সরগরম রাজ্য, আগামী শনিবার দু’দিনের সফরে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নিউজ ডেস্ক , ১৭ ডিসেম্বর : বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী ইস্যুতে যখন সরগরম রাজ্য রাজনীতি, ঠিক সেই সময় আগামী শনিবার দু’দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনের সফরে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। বিশেষ সূত্রে খবর, শনিবার সকালে কলকাতায় পৌঁছে তিনি সরাসরি চলে যাবেন মেদিনীপুরে। সেখানে তিনি মিলিত হবেন এলাকার কৃষকদের সঙ্গে।

শুনবেন তাঁদের অভিযোগ ও সমস্যার কথা। নেতা-নেত্রীদের সঙ্গেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংগঠনিক বৈঠকও করবেন বলে জানা গেছে। ওই বৈঠকে ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। পাশাপাশি হবিবপুরে ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত তাঁর মাসির বাড়িতেও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর যাওয়ার কথা রয়েছে চূয়াড় বিদ্রোহের স্মৃতি বিজড়িত কর্ণগড় মন্দিরেও। এই কর্ণগড় থেকে রানি শিরোমণির নেতৃত্বে বিদ্রোহ শুরু হয়েছিল। পরের দিন ২০ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর শান্তিনিকেতনে যাওয়ার কথা রয়েছে। বোলপুরে একটি জনসভায় তিনি ভাষণ দেবেন। শান্তিনিকেতনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে বাউল ও সাঁওতালি নৃত্যের মাধ্যমে স্বাগত জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এসবের মাঝেও মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভবনা রয়েছে বলে সূত্রের খবর।

Next Post

কৃষক আন্দোলনের বলি শিখ ধর্মগুরু বাবা রাম সিংহ, রেখে গেলেন সুইসাইড নোট

Thu Dec 17 , 2020
নিউজ ডেস্ক , ১৭ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের প্রতিবাদে আন্দোলন জারি রয়েছে কৃষকদের। আইন বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন কৃষকরা। যদিও আইন প্রত্যাহার না করার কথাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এই চাপানউতোর পরিস্থিতিতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে ফের প্রাণ গেল চাষির। প্রকাশ্য রাস্তায় […]

আপনার পছন্দের সংবাদ