নিউজ ডেস্ক, ২৯ সেপ্টেম্বর : শেষ বলে রাবাডার ছয়, তবুও জিততে পারল না দিল্লি। ১৬৩ রানের লক্ষ্যমাত্রা, সেই রান তাড়া করে জিততে পারল না দিল্লি। ১৫ রানে জয়ী হায়দ্রাবাদ।
আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠায় দিল্লি ক্যাপিটালস। ব্যাট করতে নেমে অনবদ্য ব্যাটিং শুরূ করেন হায়দ্রাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেস্ট্রো। অনবদ্য পার্টনারশিপ গড়েন দুই ওপেনার। ডেভিড ওয়ার্নার ৩৩ বলে ৪৫, জনি বেস্ট্রো ৪৮ বলে ৫৩, মনীষ পান্ডে ৫ বলে ৩, কেন উইলিয়ামশন ২৬ বলে ৪১ প্যাভিলিয়নে ফেরেন। সামাদ ৭ বলে ১২ এবং শর্মা ১ বলে ১ রানে অপরাজিত থাকেন। যার ফলে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট বিনিময়ে স্কোরবোর্ডে তাদের সংগ্রহ ১৬২ রান।
জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদের বোলিং আক্রমণের সামনে ধরাশায়ী হয়ে পরে দিল্লির ব্যাটিং। পৃথ্বীশ ৫ বলে ২, শিখর ধাওয়ান ৩১ বলে ৩৪, শ্রেয়াস আইয়ার ২১ বলে ১৭, হিটমায়ার ১২ বলে ২১, ঋষভ পন্থ ২৭ বলে ২৮, স্টনিস ৯ বলে ১১, অক্ষর প্যাটেল ৬ বলে ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। রাবাডার অপরাজিত ৭ বলে ১৫ রানে এবং নর্তীজ অপরাজিত ২ বলে ৩ রানে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করে দিল্লি। ফলে ১৫ রানে জয়ী হায়দ্রাবাদ।
পরবর্তী ম্যাচে বুধবার মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস।