রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে জয়ী দিল্লি ক্যাপিটালস

ডিজিটাল ডেস্ক :  ড্রিম ইলেভেন ২০২০ আই পি এলে জয় দিয়ে শুরূ করল দিল্লি ক্যাপিটালস। সুপার ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল দিল্লি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠায় কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম থেকেই ব্যাটিং এ আক্রমণাত্মক ভাবে শুরূ করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। প্রথমেই দিল্লি শিবিরের ওপেনার পৃথ্বী শ ৫ রানে এবং শিখর ধাওয়ান ০ রানেই প্যাভিলিয়নে ফিরে যান। ১৩ বল খেলে ৭ রানে ফেরেন হিটমায়ার। এরপর সাময়িক দিল্লির হাল ধরেন শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পান্থ। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি সেই জুটি। আইয়ার ৩২ বলে ৩৯ এবং পান্থ ২৯ বলে ৩১ রানে প্যাভিলিয়নে ফেরেন। অক্ষর প্যাটেল এবং অশ্বিন ৬ এবং ৫ রান করেন।

 

তবে দিল্লির হয়ে গোটা ম্যাচের হাল ধরেন স্টনিস। মাত্র ২১ বলে ৫৩ রান করেন তিনি। তার ইনিংসে রয়েছে ৭ টি চার এবং ৩ টি ছয়, স্ট্রাইক রেট ২৫২.৩৮। নর্তেজ এর ৩ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করে দিল্লি ক্যাপিটালস। পাঞ্জাবের হয়ে ক্ষুরধার বোলিং করেন বাংলার বোলার মহম্মদ শামি। ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন শামি।

জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ভাবে শুরূ করে কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাবের লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল জুটি বেঁধে শুরূ করেন ইনিংস। কিন্তু দিল্লির বোলাররা দীর্ঘস্থায়ী হতে দেয়নি। মোহিত শর্মার বলে ১৯ বলে ২১ রানে বোল্ড হন কে এল রাহুল। কিন্তু হাল ছাড়েন নি মায়াঙ্ক আগরওয়াল। এরপর একে একে তাসের ঘরের মতো ভেঙে পরে কিংস ইলেভেন। কে. নাইর ৩ বলে ১, পুরান ৩ বলে ০, গ্লেন ম্যাক্সওয়েল ৪ বলে ১, গৌতম ১৪ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া মায়াঙ্ক আগরওয়াল ২ বল বাকি থাকতে ৬০ বলে ৮৯ রানে আউট যান। ম্যাচটি গড়ায় শেষ ওভার পর্যন্ত। ১ বলে দরকার ছিল ১ রানের। স্ট্রাইক রোটেট করে অন স্ট্রাইক আসেন জর্ডন। কিন্তু স্টনিস এর বলে একটি ক্যাচ তুলে দেন জর্ডন। সহজেই সেই ক্যাচটি ধরে নেন দিল্লির কাগিসো। নির্ধারিত ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস ১৫৭ রান করায় ম্যাচে আসে নাটকীয় মোড়। ম্যাচটি গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামেন নামেন কিংসের লোকেশ রাহুল এবং পুরান। প্রথম বলে ২ রান করে দ্বিতীয় বলে ক্যাচ আউট যান লোকেশ রাহুল। এরপর নামেন গ্লেন ম্যাক্সওয়েল। স্ট্রাইক রোটেট করে রাবাডার মুখোমুখি হন পুরান। ২ রানের শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। তৃতীয় বলে বোল্ড হলে দিল্লির লক্ষ্যমাত্রা হয় ৬ বলে ৩ রান।

জবাবে ব্যাট করতে নামেন দিল্লি ক্যাপিটালসের শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পান্থ। প্রতিপক্ষ বোলার মহম্মদ শামি। প্রথম বল ডট, দ্বিতীয় বল ওয়াইড, তৃতীয় বলে ২ রানের সুবাদে ম্যাচটি ৩ বল বাকি থাকতেই পকেটে পুরে নেয় দিল্লি ক্যাপিটালস। পরবর্তী ম্যাচে সোমবার মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Next Post

বিহারে দুটি এইমস হাসপাতাল তৈরি হলে কল্যাণীর পাশাপাশি রায়গঞ্জে কেন আরেকটি এইমস হাসপাতাল হবে না? প্রশ্ন উত্তরবঙ্গবাসীর

Mon Sep 21 , 2020
নিউজ ডেস্ক  , ২১ সেপ্টেম্বর : এইমস। যার পুরো নাম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। স্বাধীনতার পর থেকে উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে থাকা উত্তরবঙ্গের কোটি কোটি সাধারণ মানুষের চিকিৎসার জন্য এইমসের মতো আধুনিক উন্নতমানের হাসপাতাল রায়গঞ্জে গড়ে তোলার স্বপ্ন যিনি দেখিয়ে ছিলেন তিনি হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী […]

আপনার পছন্দের সংবাদ