নিউজ ডেস্ক , ২৮ নভেম্বর : সামনের বছরে রাজ্য বিধানসভা নির্বাচন ৷ ফলে একদিকে যখন ডান বাম সব পক্ষই ময়দানে নেমে পড়েছে উল্টোদিকে তৎপরতা শুরু হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের মধ্যে। এই পরিস্থিতিতে আগামী ডিসেম্বর মাসে ভোটার তালিকা সংশোধন ও সংযোজনার কাজে কোথাও যাতে কোনও খামতি না থাকে, তা দেখতে সব জেলার নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল সহ কারো কোনও অভিযোগ থাকলে, তা দ্রুত নিষ্পত্তি করা এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দিকে বিশেষ নজর দিতেও বলা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচনী আধিকারিক শুক্রবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। সব জেলাশাসকদের সঙ্গে নিয়ে বৈঠকে বুথ সম্পর্কিত তথ্য, ভোটকর্মীদের প্রশিক্ষণ, ইভিএম পরীক্ষা ও ভোটারতালিকার সংশোধনের কাজ নিয়ে আলোচনা হয়েছে। ভোটের সময় নিরাপত্তা ও আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে অবশ্য বিস্তারিত আলোচনা হয়নি। কমিশন সূত্রের খবর, নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে দিল্লী থেকে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কয়েক দিনের মধ্যেই রাজ্য আসতে পারেন। তাঁদের সফরের জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।