নিউজ ডেস্ক , ২৮ নভেম্বর : করোনা অতিমারি পরিস্থিতিতে রাজ্যে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কবে খুলবে তা এখনো ঠিক হয়নি। এই পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষে রাজ্যের সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে।
এই মর্মে স্কুল শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর থেকে ৯ তারিখ পর্যন্ত ভর্তির ফর্ম বিলি করা হবে। এরপর ১১ থেকে ১৬ তারিখের মধ্যে লটারি করতে হবে। ভর্তির ক্ষেত্রে কোন প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷ পাশাপাশি ১৮ থেকে ২৩ শে ডিসেম্বরের মধ্যে যাবতীয় ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷