নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ২৪ সেপ্টেম্বর : রায়গঞ্জ শহরের যানজট নিয়ন্ত্রনে আনতে বহুমুখী পরিকল্পনা নিয়েছে রায়গঞ্জ পৌরসভা। এরই পরিপ্রেক্ষিতে মোহনবাটি বাজার এলাকায় নতুন করে ‘বাস বে’ নির্মাণের কাজ শুরু হয়েছিল কয়েকদিন আগেই।
নেতাজী সুভাষ চন্দ্রের ওই এলাকায় যানজটকে বাগে আনতে স্থানীয় ফল বিক্রেতাদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে এই বাস বে নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে নির্মীয়মান ওই জায়গায় হাঁটু জল জমে গেছে। ফলে পুজোর আগে যান চলাচল নিরসনে পৌরসভা কর্তৃপক্ষ যে পরিকল্পনা নিয়ে এগিয়ে ছিল তা এখন সত্যি প্রশ্নের মুখে। পুজোর সময় সাধারণ মানুষের যানজট নিয়ে দুর্দশা এই কারনে নাকি আরও বাড়বে, তা বলছে পুর নাগরিকেরা। রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ মোহনবাটি বাজার এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকা যানজটকে রাস্তার নিয়ন্ত্রণে আনতে দুই লেনের রাস্তার পাশাপাশি তৃতীয় একটি লেন তৈরি করার পরিকল্পনা নিয়েছে।
এই তৃতীয় লেন বা ‘বাস বে’ তে দাঁড়িয়ে বাস বা অনান্য যাত্রীবাহী যানবাহন যাত্রীদের ওঠানো-নামানো করতে পারবে। সেই কারণেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কিন্তু পুজোর আগে এখন কী হবে তা নিয়ে ঘুম উড়ে গিয়েছে পৌরসভা কর্তৃপক্ষের। যদিও এ ব্যাপারে আশ্বাস দিয়ে কর্তৃপক্ষের বক্তব্য, প্রকৃতির খামখেয়ালিপনার কাছে আমাদের হাত-পা বাঁধা। কিন্তু সবকিছু সামলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী খুব শীঘ্রই কাজ সম্পূর্ণ করা হবে।