নিউজ ডেস্ক, রায়গঞ্জ,৬ সেপ্টেম্বর : প্রতিবছর এই সময়ে রায়গঞ্জ শহরে বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসব ঘিরে হৈ-হুল্লোড় শুরু হয়ে যেত। জামা কাপড়, জুতো সহ প্রসাধনীর সামগ্রীর দোকানে দোকানে ক্রেতাদের ভিড়ে যানজট আর মায়ের আগমনীর আনন্দে গা ভাসিয়ে দিত আপামোর বাঙালি। কিন্তু এবছর মারণ ভাইরাস করোনার থাবায় বিপর্যস্ত জনজীবন। প্রাণ বাঁচানোই এখন বড় দায়। এই পরিস্থিতিতে ক্রমশঃ এগিয়ে আসছে দুর্গা পুজোও। কিন্তু পুজোয় কতটা জাঁকজমক থাকবে, নাকি জৌলুশহীন পুজো হবে, আদৌ সুষ্ঠভাবে হবে কি না সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে এই করোনা আবহের মধ্যেও যাতে সাধারণ মানুষ দোকান বাজারে সুষ্ঠভাবে কেনাকাটা করতে পারে সেকারণে লেবার কমিশনের দফতরে স্মারকলিপি দিল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। মূলত সাপ্তাহিক ছুটির দিনগুলিতে যাতে ব্যবসায়ীরা দোকান খোলা রাখতে সেই আবেদন জানানো হয়। ক্রেতাদের অতিরিক্ত ভিড় ঠেকাতে ৪ ঠা সেপ্টেম্বর থেকে আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীরা দোকান খোলা রাখতে পারে তার দাবি জানানো হয়। এতে করে ক্রেতা বিক্রেতা উভয়ের সুবিধা হবে বলে মত সংগঠন নেতৃত্বর। যদিও রাজ্য সরকার নির্ধারিত লকডাউনের দিনগুলিতে যথাযথ মান্যতা দিয়ে ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদন জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী।
আরও পড়ুন : বেহাল জাতীয় সড়ক, দুর্ঘটনার বলি মহিলা