বেহাল জাতীয় সড়ক, দুর্ঘটনার বলি মহিলা

বেহাল জাতীয় সড়ক, দুর্ঘটনার বলি মহিলা

নিউজ ডেস্ক, ৬ সেপ্টেম্বর : বর্ষায় বেহাল অবস্থা গুরুত্বপূর্ণ ৩৪ জাতীয় সড়ক। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক থেকে ডালখোলা পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় একই ছবি। কোথাও গর্ত আবার কোথাও পিচের আস্তরণ উঠে খানাখন্দে ভরে গিয়েছে সদা ব্যস্ত জাতীয় সড়ক। রবিবার জাতীয় সড়কের খানাখন্দে চাকা পড়ে ঝাঁকুনিতে মোটর বাইক থেকে পড়ে গিয়ে লরির ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা৷ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কোয়ারপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে৷ এদিন বাইকের পেছনে বসে রায়গঞ্জের দিকে যাওয়ার সময় ওই মহিলা ঝাঁকুনিতে বাইক থেকে পড়ে যান। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। শুরু হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম বলেন কোয়ারপুর এলাকায় জাতীয় সড়কের অবস্থা বেহাল। মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে চলেছে৷ অথচ নির্বিকার জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এদিনও এক মোটর বাইকে করে এক পুরুষ ও মহিলা রায়গঞ্জের দিকে যাওযায় সময় জাতীয় সড়কের বেহাল দশার কারণে মোটর বাইকের পেছনে থেকে ওই মহিলা পড়ে যান। ফলে পেছনে থাকা একটি লরি ধাক্কা মারলে গুরুতর আহত। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি হলে সেখানেই মৃত্যু হয় তার। অবিলম্বে রাস্তা সংষ্কার করা হোক। না হলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে। পরে পুলিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন :  করোনা আবহে ডি এন এ এবং এন এ পরীক্ষা শুরু হল, পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ট্রেন রেলের

Next Post

পুজোর সময় ছুটির দিন গুলিতেও দোকান খোলা রাখার আর্জি নিয়ে লেবার কমিশিনের দ্বারস্থ রায়গঞ্জ বণিক মহল

Sun Sep 6 , 2020
নিউজ ডেস্ক, রায়গঞ্জ,৬ সেপ্টেম্বর : প্রতিবছর এই সময়ে রায়গঞ্জ শহরে বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসব ঘিরে হৈ-হুল্লোড় শুরু হয়ে যেত। জামা কাপড়, জুতো সহ প্রসাধনীর সামগ্রীর দোকানে দোকানে ক্রেতাদের ভিড়ে যানজট আর মায়ের আগমনীর আনন্দে গা ভাসিয়ে দিত আপামোর বাঙালি। কিন্তু এবছর মারণ ভাইরাস করোনার থাবায় বিপর্যস্ত জনজীবন। প্রাণ বাঁচানোই এখন বড় […]

আপনার পছন্দের সংবাদ