নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৩ অক্টোবর : দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। পুজোর সময় যে কোন ধরনের অপরাধমূলক কাজ রুখতে শহরের বিভিন্ন প্রান্তে মহাষষ্ঠীর রাতে অভিযান চালান রায়গঞ্জ থানার পুলিশকর্মীরা। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন প্রান্তে পুলিশি তৎপরতার ছবি ধরা পরে।
এছাড়াও শহরের ঘড়ি মোড় সহ বিভিন্ন এলাকায় গাড়ি এবং বাইক আরোহীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা। এমনকি অনেকে ঠাকুর দেখতে বেড়িয়ে কোন মাস্ক পড়েন নি, তাদেরও সচেতন করেন পুলিশকর্মীরা। পুজোর সময় যে কোন ধরনের অপরাধমূলক কাজ রুখতে জোরদার নিরপত্তার ব্যবস্থা করল রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসন। ঘড়িমোড়, বিদ্রোহীমোড়, শিলিগুড়ি মোড় সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেকারণেই বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে গাড়ি থামিয়ে চেকিং চালান রায়গঞ্জ থানার পুলিশকর্মীরা। এছাড়াও যে কোন ধরনের অপরাধমূলক কাজ রুখতে তৎপর রয়েছে রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা।