তুহিন দেব , রায়গঞ্জ ৫ সেপ্টেম্বর : করোনা আবহে থমকে গিয়েছে সব কিছু। বন্ধ রয়েছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির থেকে শিক্ষক দিবসের অনুষ্ঠান করা সম্ভব নয়, এমতাবস্থায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা শিক্ষক দিবসের অনুষ্ঠান অনলাইন মাধ্যমে পালন করলো বাড়িতে বসেই। বিভাগীয় শিল্পী এবং কলাকুশলীদের সঙ্গীত, কবিতা আবৃত্তি, বক্তৃতা, নৃত্যে সুরভিত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান।
প্রতিবছরই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা। তবে এবছর করোনার থাবায় বদলে গিয়েছে সবকিছু। উদ্দ্যোগটা শুরূ হয়েছিলো বেশ কিছুদিন আগেই, তাই লকডাউন চললেও অনুষ্ঠান যাতে কোন মতেই বন্ধ না হয় তাতে বদ্ধ পরিকর ছিলো বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা। সেইমতো ঠিক হয় এবছর বাড়িতে থেকে অনলাইনে অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করার ; সেভাবে শুরূ হয় প্রস্তুতি। শনিবার প্রস্তুতি মতোই উদযাপন করা হল অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মীগণ সহ বিভাগীয় ছাত্রছাত্রীরা। বিভাগীয় শিল্পীরা সঙ্গীত, কবিতা আবৃত্তি, বক্তৃতা, নৃত্যে পরিবেশন করেন। শিক্ষক দিবসের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোকপাত করেন উপস্থিত অধ্যাপক এবং অধ্যাপিকাগণ।
তবে মনখারাপ বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের। তারা বলেন “প্রতি বছরই এই দিনটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পালন করা হতো। কিন্তু করোনা আবহে থমকে গিয়েছে সব কিছু। বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব ছিলো না। সে কারণে আমরা ছাত্রছাত্রীরা এবছর অনলাইনে অনুষ্ঠানের আয়োজন করি। সকলে ঘরে বসেই অনুষ্ঠানটি পালন করলাম। তবে করোনাকে হারিয়ে আগামী দিনগুলোতে যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় এই প্রার্থনা করছি।”
আরও পড়ুন : শিক্ষারত্ন পেলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক