নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৭ সেপ্টেম্বর : করোনা সংক্রমনের নিরিখে বিশ্বে ইতিমধ্যেই ব্রাজিল কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। পশ্চিমবঙ্গে ও সংক্রমণের হার উদ্বেগজনক। সংক্রমনে লাগাম টানতে প্রতিমাসে কয়েকটি দিন রাজ্যে কমপ্লীট লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার ছিলো সেপ্টেম্বর মাসের প্রথম লকডাউন। এদিনের লকডাউন প্রক্রিয়া সফল রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে। এদিন রায়গঞ্জ শহরে সমস্ত দোকানপাট, গুরুত্বপূর্ণ বাজারগুলি ছিলো বন্ধ। শুধুমাত্র ওষুধের দোকান সহ জরুরী পরিষেবা সচল ছিলো।
এদিন কোন যানবাহন পথে নামেনি। লকডাউন সফল করতে সকাল থেকেই তৎপর ছিলো পুলিশ। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ছিলো পুলিশী টহলদারি। রাস্তায় বেরোলে পুলিশের জিজ্ঞাসাবাদের মধ্যে পড়তে হয়েছে সাধারন মানুষকে। বিনাপ্রয়োজনে বাইরে বেড়োনো মানুষদের বাড়ি ফিরিয়ে দিয়েছে পুলিশ। বেশ কিছু জায়গায় দোকান বন্ধ করে দেন পুলিশকর্মীরা। রায়গঞ্জের পাশাপাশি জেলাজুড়ে ছবিটা ছিলো প্রায় একই। লকডাউন অমান্য করায় কয়েকজনকে বিভিন্ন প্রান্ত থেকে আটক করে পুলিশ।
আরও পড়ুন : করোনা আক্রান্ত রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক