নিউজ ডেস্ক , ০৬ ফেব্রুয়ারি : ভোটের মুখে বদলি হলেন রায়গঞ্জ রেঞ্জের আই জি পি জয়ন্ত কুমার পাল। তাঁর জায়গায় নতুন কাউকে বসানো হয় নি। মালদা রেঞ্জের ডি আই জিকে রায়গঞ্জ রেঞ্জের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে ৷
শনিবার ৬ ই ফেব্রুয়ারী জারি করা হয়েছে সেই নির্দেশিকা। আর সি টিভি পোর্টালের হাতে এসে পৌঁছাছে সেই নির্দেশিকার কপি। জানা গেছে জয়ন্ত কুমার পালকে উত্তরবঙ্গ রেঞ্জের আর্মস পুলিশের আই জি পি পদে বদলি করা হয়েছে৷ সামনেই ভোট। আর সেদিকে তাকিয়ে রাজ্যের পাশাপাশি কলকাতা পুলিশেও রদ বদল ঘটিয়েছে নবান্ন ৷ নতুন কলকাতা পুলিশ কমিশনার হয়েছেন সৌমেন মিত্র । বিদায়ী পুলিশ কমিশনার অনুজ শর্মা সি আই ডির এডিজি ও আই জি পি পদে বদলি করা হয়েছে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ গুলিতেও বদলি করা হয়েছে।