নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ১০ অক্টোবর : করোনা আবহেই এবারে অনুষ্ঠিত হবে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। স্বাভাবিক কারনেই পুজোর চোখ ধাঁধানো আলোকসজ্জা, কিম্বা জাঁকজমক পূর্ণ প্রতিমা, মন্ডপের চেনা ছবিটাই এবারে উধাও। সরকারী বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। রায়গঞ্জের দেহশ্রী ব্যায়ামাগারের পুজো এবছর পা রাখছে ৬৩ তম বছরে।
তবে করোনা সংক্রমণের জেরে এই পুজোর জাঁকজমক এবারে উধাও। মণ্ডপ তৈরী করছেন রায়গঞ্জের বিশিষ্ট শিল্পী মহঃ আলী। প্রতিমা নির্মানের দ্বায়িত্বে রয়েছেন বালুরঘাটের মৃৎশিল্পী উত্তম পাল। এবছর এই পুজোর বাজেট প্রায় দুলক্ষ টাকা। পুজো কমিটির সদস্য প্রানেশ সরকার বলেন,” অন্যান্যবার আমাদের বাজেট অনেক বেশী থাকে। কিন্তু করোনা সংক্রমণ ও লকডাউনের কারনে মানুষ বড় অসহায়। তাই পুজোর তহবিল থেকে মানুষের পাশে দাঁড়ানোর উপর আমরা জোড় দিয়েছি। যতটা সম্ভব সাধারন মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা। অন্যদিকে রায়গঞ্জের সমাজ সেবক সংঘের পুজো এবারে ৫৯ তম বছরে পদার্পন করবে। জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। তবে করোনা আবহে এই পুজোর বাজেটেও কাটছাঁট করা হয়েছে। ক্লাব সদস্যরা নিজেরাই চাঁদা তুলে পুজোর আয়োজন করেছেন। পুজোর থীম “করোনা মুক্ত পৃথিবী”। ক্লাবের সদস্য পার্থ চাকলাদার বলেন,” মন্ডপ,প্রতিমা, আলোকসজ্জা এবছর খুব সাধারন ভাবেই করা হচ্ছে। করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে পুজোর দিনগুলিতে প্রচার চালানো হবে। পুজো মন্ডপে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা থাকছে। পুজো উপলক্ষে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরনেরও কর্মসূচী নেওয়া হয়েছে।