নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ১০ অক্টোবর : নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হলো শনিবার। এদিন রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে আয়োজিত, ” নয়া জাতীয় শিক্ষানীতি ” শীর্ষক আলোচনা সভায় মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী সুদর্শন রায় চৌধুরী। এদিনের আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন,” কেন্দ্রের বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি শিক্ষায় বিভাজনের মাত্রা তৈরী করবে। এই নীতি কার্যকর হলে সাধারণের শিক্ষা ব্যাহত হবে। এই নীতির বিরুদ্ধে শিক্ষক সমাজকে গর্জে উঠতে হবে।” বিপুল মৈত্র, কৃষ্ণেন্দু রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
Next Post
আর সি টিভি পুজো প্রস্তুতিতে আজ থাকছে রায়গঞ্জের দেহশ্রী ও সমাজসংঘ ক্লাবের পুজো
Sat Oct 10 , 2020
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ১০ অক্টোবর : করোনা আবহেই এবারে অনুষ্ঠিত হবে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। স্বাভাবিক কারনেই পুজোর চোখ ধাঁধানো আলোকসজ্জা, কিম্বা জাঁকজমক পূর্ণ প্রতিমা, মন্ডপের চেনা ছবিটাই এবারে উধাও। সরকারী বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন […]

আপনার পছন্দের সংবাদ
-
7 months ago
নব নির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানাল জেলা তৃণমূল