নিউজ ডেস্ক, ৩১ মার্চ : পর্তুগালকে আবারো জয় এনে দিলো রোনাল্ডো। প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম ম্যাচে গোল পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে গোল করলেও যা বাতিল করেছিলেন রেফারি
সেসব ভুলে নিজের পুরনো ছন্দে দেখা গেল রোনাল্ডোকে। লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারালো পর্তুগাল।খেলা শুরুর প্রথমেই কিছুটা পিছিয়ে পড়েছিল পর্তুগাল। ম্যাচ শুরুর ৩০ মিনিটের মাথায় রড্রিগেজের গোলে এগিয়ে গিয়েছিল লুক্সেমবার্গ। এরপর প্রথমার্ধে প্রতি আক্রমণ শুরু করে পর্তুগাল। ম্যাচ এর প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে দলকে সমতায় ফেরান জোতা। বিরতি কাটিয়ে উঠে যেন দুরন্ত ছন্দে ফিরে আসে টিম পর্তুগাল। বিরতির পর পর্তুগালকে ২-১ গোলে এগিয়ে দেন রোনাল্ডো। এরপর ৮০ মিনিটে জোয়াও পালহিনহার গোলে ৩-১ গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে কিছুটা স্বস্তির মধ্যে সি আর সেভেন। বহুদিন পর চেনা ছন্দে দেখা গেল তাকে। জুভেন্টাসের হয়ে এই মরশুমে খুব একটা ভালো কাটেনি সি আর সেভেনের। তবে বহুদিন পর চেনা ছন্দে তাকে দেখতে পেরে খুশি তার অনুগামীরা। পাশাপাশি লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়ে বেশ এগিয়ে গেলো টিম পর্তুগাল।