নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১৬ ডিসেম্বর : গোপনসুত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।মঙ্গলবার রাতে হরিশ্চন্দ্রপুরের কাতলামারি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ গাজীউদ্দিন।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই গ্রামে হানা দেয় পুলিশ। এরপরেই অভিযান চালিয়ে তার বাড়িতে অতর্কিতে হানা দেয় পুলিশ। বাড়ি থেকে মোহাম্মদ গাজীউদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুই নলা বন্দুক ও একটি দেশী রাইফেল বাজেয়াপ্ত করে পুলিশ।উল্লেখ্য ২০১৬ সালে গ্রামে একটি বড় গন্ডগোলের ঘটনাতেও মোহাম্মদ গাজীউদ্দিন জড়িত ছিল বলে অভিযোগ।সেসময়ও তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, “অস্ত্র উদ্ধারের ঘটনার সম্পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ। ইতিপূর্বে ২০১৬ সালে কাতলামারি গ্রামের একটি বড় গন্ডগোলের ঘটনাতেও মোহাম্মদ গাজী উদ্দিনের সম্পৃক্ততা ছিল। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সম্ভাব্য সবরকম চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে । বুধবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। এরপরেই ধৃতকে তিনদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।