সানি লিওনের পর কলেজের মেরিট লিস্টে প্লেব্যাক সিঙ্গার নেহা কক্করের নাম

সানি লিওনের পর কলেজের মেরিট লিস্টে প্লেব্যাক সিঙ্গার নেহা কক্করের নাম

নিজস্ব সংবাদদাতা , মানিকচক :   সানি লিওন , মিয়া খালিফার পর মালদা জেলার মানিকচক কলেজের প্রভিশনাল মেরিট লিস্ট উঠলো গায়িকা নেহা কক্করের নাম। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মানিকচকের শিক্ষক ও পড়ুয়া মহলে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। কলেজ সূত্রে জানা গিয়েছে, মানিকচক কলেজের বিএ জেনারেল শাখায় ভর্তির
প্রভিশনাল র‌্যাঙ্কে লিস্ট রয়েছে নেহা কক্করের নাম। র‌্যাঙ্কলিস্টে ওই নাম দেখে সন্দেহ হয় কলেজ কর্তৃপক্ষের।

আরও পড়ুন   : আশুতোষ কলেজের পর এবারে বজবজ কলেজে স্নাতকের সম্ভাব্য মেধাতালিকায় নাম বলিউড অভিনেত্রী সানি নিওনের

এছাড়া আবেদনকারী উচ্চমাধ্যমিকে পাঁচশোর মধ্যে পাঁচশ নম্বর পাওয়ায় আরো সন্দেহ বাড়ে। মেধাতালিকা তৈরি দায়িত্বে থাকা সংস্থার সাহায্য নিয়ে চূড়ান্ত মেধাতালিকায় থেকে পরে বাদ দেওয়া হয় ওই নাম। ঘটনা সম্পর্কে মানিকচক কলেজের প্রিন্সিপাল অনিরুদ্ধ চক্রবর্তী জানিয়েছেন, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এধরনের ঘটনা ঘটাচ্ছে। ইতিমধ্যেই র‌্যাঙ্ক লিস্ট থেকে নেহা কক্করের নাম বাদ দেওয়া হয়েছে। কলেজের পক্ষ থেকে মালদা সাইবার ক্রাইম থানা ও মানিকচক থানা অভিযোগ দায়ের করা হয়েছে।অপরদিকে মানিকচকের বামফ্রন্ট নেতা শ্যামল বসাক জানায়, রাজ্যের বিভিন্ন কলেজের র‌্যাঙ্ক লিস্টে বলিউডের অভিনেত্রীদের নাম থাকছে।

নেহা কক্কর

সেইরকম মানিকচক কলেজেও নেহা কক্করে নামে সংগীত শিল্পীর নাম রয়েছে । কোনরকম যাচাই ছাড়াই কি করে অনলাইনে ফর্ম ফিলাপ হচ্ছে তা তদন্তের দাবী তুলেছেন তিনি। অন্যদিকে এঘটনা সম্পর্কে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ রেজাউল আলী জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে আসতেই কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। কিছু অসাধুচক্র এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে দাবী তার।

 

আরও পড়ুন : নিজের সুন্দর কেশরাজী কেটে ফেললেন এক গৃহবধূ। কারন টা জানলে চমকে যাবেন

Next Post

দেশে ফিরলেন রায়না। হতাশ সমর্থকেরা

Sun Aug 30 , 2020
নিউজ ডেস্ক :  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। খেলার কথা ছিলো আই পি এল ক্রিকেট সুপার লিগে। কিন্তু তড়িঘড়ি দেশে ফেরার সিধান্ত নিয়েছেন রায়না। যা দেখে অবাক হয়েছেন সমর্থকেরা। এমনিতেই করোনা ভাইরাসে জর্জরিত চেন্নাই শিবির। তার ওপর সি এস কে র প্রতিভাবান অলরাউন্ডারের এভাবে দেশে ফেরা। চেন্নাই শিবির যদিও স্পষ্টভাবে […]

আপনার পছন্দের সংবাদ