নিজস্ব সংবাদদাতা , মালদা : বাড়ির পাশ থেকে এক নবম শ্রেণির ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে মৃত ছাত্রের নাম আল কারীম সাইন। এলাকার দুই যুবক রোয়েল সেখ ও সাইল শেখ ব্রাউন সুগারের নেশা করার পাশাপাশি এলাকায় বহিরাগতদের নিয়ে মদ জুয়ার আসর বসাতো বলে অভিযোগ। তারই প্রতিবাদ করেছিল মৃত স্কুল পড়ুয়া আলকারিম সাইন। মাদকদ্রব্য খাওয়ার আসর বসানোতে তাদের বাধা দিয়েছিল সে। এই ঘটনার প্রতিবাদ করায় বেশ কিছুদিন আগে অভিযুক্তরা আল-কারীম সাইন ও তার দাদা হাসান শাহীনকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের বাবা আসুস সাইন মোথাবাড়ি থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। রবিবার গ্রামের লোকেরা এ বিষয়ে একটি সালিশি সভা ডাকে। কিন্তু অভিযুক্তরা সেই সালিশি সভায় না এসে সভা ভেস্তে দেয়। সোমবার রাত থেকেই আল-কারীম সাইন নিখোঁজ ছিল। এদিকে মঙ্গলবার সকাল দশটা নাগাদ বাড়ির পিছনে একটি নিমগাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। পরিবারের সদস্যদের অভিযোগ আল-কারীম সাইনকে দুষ্কৃতীরা খুন করে নিম গাছে মৃতদেহ ঝুলিয়ে দিয়েছে। পরে মৃতদেহটি উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ পুরো ঘটনার তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ।
Next Post
প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা বাংলাদেশের
Tue Sep 1 , 2020
নিউজ ডেস্ক , শাশ্বতী চক্রবর্তী : ৩১শে অাগষ্ট মৃত্যু হয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (pranab mukhopadhyay )। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে দেশে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রণব মুখোপাধ্যায়ে মৃত্যুতে একদিনের জাতীয় শোক ঘোষণা করল ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ৷ তাঁর মৃত্যুতে বুধবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ […]

আপনার পছন্দের সংবাদ
-
2 years ago
অবাধে কেটে ফেলা হল আমগাছ প্রশ্নের মুখে প্রশাসন
-
4 years ago
এক স্কুল ছাত্রকে অপহরণ করে খুন, চাঞ্চল্য এলাকায়