'আনন্দ করজ' সম্পন্ন প্লেব্যাক সিঙ্গার নেহা কক্করের। সুরে সুরে মনের কথা ব্যক্ত করলেন নব দম্পতি

‘আনন্দ করজ’ সম্পন্ন প্লেব্যাক সিঙ্গার নেহা কক্করের। সুরে সুরে মনের কথা ব্যক্ত করলেন নব দম্পতি

নিউজ ডেস্ক , ২৫ অক্টোবর :   বেশ কিছু দিন থাকেই ভাইরাল হচ্ছিলো প্রোপোজাল, রোকা, মেহেন্দী সহ বিভিন্ন ইভেন্টের ছবি। অবশেষে শনিবার সেরে ফেললেন বিবাহপর্ব। বলিউডের বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার নেহা কাক্কর ও রোহনপ্রীত সিং এর “আনন্দকরজ” সেলিব্রেশন হল সুরে সুরে। যদিও গুরুদুয়ারে গিয়ে পরিবারের সকলের উপস্থিতিতে খুব সাধারণভাবেই দুজনের বিয়ে হয়।

খুব কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। স্যোশাল মিডিয়ায় তাদের দুজনের কিছু ভিডিও ছড়িয়েছে পড়েছে ইতিমধ্যেই, যাতে উভয়ই মালা বদলের পর মঞ্চে গান গেয়েছেন। নেহা কক্কর স্বামী রোহানপ্রীতের জন্য একটি বিশেষ রোমান্টিক গান গেয়েছেন। নেহা তার পিতামাতার সাথে একটি পালকিতে আসে। লাল রঙের বিয়ের পোশাকে খুব সুন্দর দেখাচ্ছিলো নেহাকে। অন্যদিকে গুরুদুয়ারে বিয়ের সময় হালকা গোলাপী রঙের পোশাক পরেছেন নেহা এবং রোহনপ্রীত।

 

Next Post

মানববোমা আফগানিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে মৃত ২৪,আহত বহু

Sun Oct 25 , 2020
নিউজ ডেস্ক, ২৫ অক্টোবর :  আফগানিস্তানের কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় মারা গেল অন্তত ২৪ জন।এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।স্থানীয় দাশত্-এ-বারচি এলাকায়এই ঘটনাটি ঘটেছে। হামলায় আহতে হয়েছে আরও ৫৭ জন । জানা গিয়েছে , বেসরকারি ঐ শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় নিয়োজিত থাকা শিক্ষার্থীদের জন্য নানা কোর্স […]

আপনার পছন্দের সংবাদ