নিউজ ডেস্ক , ১৮ ডিসেম্বর : গুড নিউজ বলিপাড়ায়। এবার মা হতে চলার সুখবর দিলেন সংগীত শিল্পী নেহা কক্কর। ২৪ অক্টোবর পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই জনপ্রিয় তারকা, আর এবার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন নেহা। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেবি বাম্পের ছবি পোস্ট করে নিজেই সে খবর জানালেন অসংখ্য ভক্তকূলকে।
ছবিতে নেহা দুহাত দিয়ে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন। আর নেহাকে ধরে আছেন রোহান। ক্যাপশনে লিখেছেন, “আমার খেয়াল রেখো।” নেহার এ ছবির মন্তব্যের ঘরে রোহানও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে ভোলেননি৷ লিখেছেন, “অবশ্যই, এখন তো খেয়াল রাখতেই হবে।”
মাস দুয়েক আগে নেহা-রোহেনর গ্র্যান্ড ওয়েডিং সেরিমনি ঘিরে হৈ চৈ পড়ে গিয়েছিল বিনোদন জগতে। সকলকে একেবারে চমকে দিয়ে হঠাৎই ২৫ বছর বয়সী রোহনের গলায় মালা দেন ৩২ বছর বয়সী নেহা। রোহনের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল অগাস্ট মাসে, চণ্ডীগড়ে এক মিউজিক ভিডিও শ্যুটে গিয়ে। পরিচয় হওয়ার পর একে অপরের প্রেমে পড়ে যান তাঁরা। তারপরেই বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পর হনিমুন সারতে নেহুপ্রীত উড়ে গিয়েছিলেন দুবাইতে । তারপরেই এল এই সুখবর ।