নিউজ ডেস্ক , ১৯ ডিসেম্বর : ডিসেম্বর মাসেই ভক্তকুলকে “এপ্রিল ফুল” বানালেন গায়িকা নেহা কক্কর। গতকাল সোশ্যাল মিডিয়ায় তার একটি পোষ্টের পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন নেহা ও রোহনপ্রীত এর জুটি। বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের দু’মাসের মধ্যে মা হতে চলেছেন নেহা। বাবা হওয়ার খুশিতে নেহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন রোহনপ্রীত সিং। নেহার পোস্ট করা ছবিতে শুভেচ্ছা জানায় একের পর এক তারকা।
সকালে ঘুম ভেঙেছিল গায়িকা নেহা কক্করের মা হতে চলার খবরে। *কিন্তু বেলা বাড়তেই উধাও হয়ে গেল নেহার বেবি বাম্প! ভাবছেন ভুল পড়ছেন? মোটেই নয়। নেহা এবং রোহণপ্রীতকে শুক্রবার দুপুরে মুম্বই এয়ারপোর্টে দেখা যায়। সেখানে নেহা শরীরে ‘বেবি বাম্প’-র কোনও চিহ্ন পর্যন্ত ছিল না। এমনকি পাপারাৎজিদের তোলা ছবিতেও নেহার কোনও বেবি বাম্পের দেখা মেলেনি। আসলে মা হচ্ছেন না নেহা। গানের প্রমোশনের জন্য বেবি বাম্প নিয়ে স্বামী রোহনপ্রীতের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি। নবদম্পতির সোশ্যাল মিডিয়া পেজ এমন গল্পই বলছে। কিছু ক্ষণ আগে নেহা এবং রোহনপ্রীত আবারও সেই একই ছবি পোস্ট করেন। কিন্তু এ বার তা আর নেহাতই ছবি নয়। বরং তা সামনে এল তাঁদের নতুন গানের পোস্টার হয়ে। গানের নাম ‘খেয়াল রকখা কর’। আসলে খবরে থাকার জন্যই নেহা এমন মিথ্যে অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করছেন। এই দাবি যুক্তিসহ পেশ করছে তারা।