নিউজ ডেস্ক : কলকাতার আশুতোষ কলেজে ইংরেজি স্নাতকের সম্ভাব্য মেধাতালিকায় একেবারে প্রথম নাম দেখে হতবাক হয়েছিলেন অনেকেই। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবারে দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ কলেজে বাংলা স্নাতকের সম্ভাব্য মেধাতালিকায় ভারতের বর্তমান বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম উঠে এলো ১৮৩ নম্বরে। যা দেখে হতবাক হয়েছেন অনেকেই।
উল্লেখ্য, ৩৯ বছর বয়সী সানি লিওনের জন্ম কানাডায়। পড়াশুনো বিদেশে। কিন্তু আশুতোষ কলেজে ইংরেজি স্নাতকের মেধাতালিকায় একেবারে শীর্ষে তার নাম উঠে আসাতে বিপাকে পড়েছিলেন কলেজ কর্তিপক্ষ। নকল সানি লিওনকে খুঁজতে লালবাজারে অভিযোগ দায়ের করেন কলেজ কর্তিপক্ষ। যদিও এই বিষয়টি চোখ এড়িয়ে যায়নি বলি অভিনেত্রী সানি নিওনের। নিজের ট্যুইটার থেকে তিনি পোস্ট করেছেন “পরের সেমিস্টারে ক্লাসে দেখা হবে। আশা করি তোমরা আমারই ক্লাসে।”
![](https://rctvlive.in/wp-content/uploads/2020/08/IMG-20200828-WA0005-300x223.jpg)
ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই এবারে দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ কলেজে মেধা তালিকায় নাম এই অভিনেত্রীর। বাংলা স্নাতকের সম্ভাব্য মেধাতালিকায় ১৮৩ নম্বরে উঠে আসে তার নাম। তার ফর্ম নম্বর ২০২০৫৬১২৫৩৯। ঘটনাকে ঘিরে রীতিমত শোরগোল পরে গিয়েছে কলেজে। যদিও বিষয়টি প্রকাশ্যে আসতেই কয়েক ঘণ্টার মধ্যে সেটি সংশোধন করে নেন কলেজ কর্তিপক্ষ। নকল সানি নিওনের খোঁজে কলেজ কর্তিপক্ষের অভিযোগের ভিত্তিতে তল্লাশি করছে পুলিশ।