নিউজ ডেস্ক , ১৯ সেপ্টেম্বর : দীর্ঘ প্রতীক্ষার পর খোঁজ পাওয়া গেল শিলিগুড়ি কলেজে আবেদনকারী সিনচ্যানের। শনিবার সকালে আবেদনকারী ছাত্র নিজেই উপস্থিত হয় কলেজে। জানা গিয়েছে, আবেদনকারী শিলিগুড়ি কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে। তার বাড়ি মালদার সামসিতে। পড়াশোনার সূত্রে ওই যুবক শিলিগুড়িতে থাকে। যদিও অভিযুক্ত যুবক ও তার অভিভাবক ক্ষমা চেয়েছেন কলেজ কর্তিপক্ষের কাছে।
উল্লেখ্য, কলকাতার আশুতোষ কলেজে সম্ভাব্য মেধাতালিকায় একেবারে প্রথমের সারিতে উঠে এসেছিলো বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম। এরপর দক্ষিণবঙ্গের কলেজ গুলোতে একে একে উঠে আসে মিয়া খালিফা সহ অন্যান্যদের নাম। পরবর্তীতে উত্তরবঙ্গের মানিকচক কলেজের বি এ জেনারেল শাখায় ভর্তির মেধাতালিকায় নাম ছিলো প্লেব্যাক সিঙ্গার নেহা কক্করের (Neha Kakkar)। সানি লিওন (Sunny Leone), মিয়া খালিফা (Mia Khalifa), নেহা কক্করের পর শিলিগুড়ি কলেজে ভর্তির সম্ভাব্য মেধাতালিকায় নাম উঠে এসেছিলো জনপ্রিয় কার্টুন চরিত্র সিনচ্যানের। এঘটনায় রীতিমত শোরগোল পরে গিয়েছিলো কলেজে।
কলেজের বি সি এ বিভাগে ভর্তির সম্ভাব্য মেধাতালিকায় একেবারে শীর্ষে নাম উঠে আসে সিনচ্যানের। সিনচ্যানের নাম উঠে আসাতে বিপাকে পড়েছিলো কলেজ কর্তিপক্ষ। এছাড়াও আবেদনকারী সিনচ্যানের নম্বর ১০০%। তার রেজিস্ট্রেশন নম্বর SC20UG11221। শুধুমাত্র কলেজের একটি বিভাগেই নয় একাধিক বিভাগে মেধাতালিয়া নাম ছিল সিনচ্যানের। অনেকক্ষেত্রে সিনচ্যানের অভিভাবক হিসেবে নাম ছিল অপর একটি জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমন। বিষয়টি প্রকাশ্যে আসতেই কয়েক ঘণ্টার মধ্যে সেটি সংশোধন করে নেন কলেজ কর্তিপক্ষ। যদিও নকল সিনচ্যান ও অভিভাবক ডোরেমনের খোঁজে কলেজ কর্তিপক্ষের অভিযোগের ভিত্তিতে তল্লাশি করছিল পুলিশ।
শনিবার রীতিমত শোরগোল পরে গিয়েছে কলেজে। এদিন সকালে ওই যুবক হাজির হয় কলেজে। প্রকাশ্যেই এই ঘটনার জন্য কলেজ কর্তিপক্ষের কাছে ক্ষমা চেয়ে নেয় ওই যুবক। অভিযুক্ত যুবকের শাস্তির ব্যাপারে পরবর্তী সিধান্ত নেবেন কলেজ কর্তিপক্ষ। যদিও সিনচ্যানের নামে থাকা ভুয়ো ছাত্রের পরিচিতি প্রকাশ পেলেও বাকি কলেজগুলোর ক্ষেত্রে ভুয়ো আবেদনকারীদের নাম আদৌ প্রকাশ পাবে কি না তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েই গেল।