নিজস্ব সংবাদদাতা , মালদা : জটিল অস্ত্রোপচার করে পেটের ভেতর থেকে টিভি রিমোটের ব্যাটারি বের করে মুমূর্ষু এক শিশুর প্রাণ বাঁচালেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের একদল চিকিৎসক। জানা গেছে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী কেন্দুয়া এলাকার বাসিন্দা সনজিত সরকার পেশায় স্কুল শিক্ষক, তার তিন বছরের ছেলে অনিক সরকার টিভি রিমোটের ব্যাটারি নিয়ে খেলতে গিয়ে হঠাৎই গিলে ফেলে। কিছুক্ষণ পর অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। তড়িঘড়ি বাড়ির লোকেরা ছোট্ট অনীককে প্রথমে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকেই তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি বিভাগের চিকিৎসক পার্থপ্রতিম মন্ডল শিশুটিকে দেখে প্রথমে এক্সরে করেন । ছবিতে স্পষ্ট ব্যাটারির ছবি ধরা পড়ে।
তারপরই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় অপারেশন করার। সোমবার রাতে অপারেশন করেন মেডিকেল কলেজের একদল চিকিৎসক। প্রায় ৪০ মিনিটের অপারেশন শেষে পেটের ভেতর থেকে ব্যাটারিটি বের করতে সফল হন চিকিৎসকরা। অনীক এখন পুরোপুরি সুস্থ। ছোট্ট শিশুর প্রান বাঁচানোর জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা।