নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৮ ডিসেম্বর : উত্তর দিনাজপুর জেলা পরিষদের আর্থিক তহবিলে গ্রামগঞ্জের দুটি পৃথক রাস্তা এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মানোন্নয়নের জন্য মিনি স্টেডিয়ামের কাজের সূচনা করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন। এদিন কাপাসিয়া অঞ্চলের রাধানগর হাই মাদ্রাসার প্রাঙ্গণে মিনি স্টেডিয়ামের কাজের শিলান্যাস করার পাশাপাশি গোপালপুর গ্রাম থেকে পরানপুর প্রাথমিক বিদ্যালয় এবং জামালপুর ঈদগাহ থেকে জামালপুর গ্রাম পর্যন্ত রাস্তার কাজের শিলান্যাস করেন মোশারফ হোসেন।
জেলা পরিষদের প্রায় ৪০ লক্ষ টাকা বরাদ্দ হবে এটির নির্মাণে। এদিনের কর্মসূচিতে মোশারফ হোসেন ছাড়াও সুফিয়া বিবি, হোসেন আলী, ফটিক কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিলো এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের। সেইমতো উত্তর দিনাজপুর জেলা পরিষদের আর্থিক তহবিলে গ্রামগঞ্জের দুটি পৃথক রাস্তার কাজের সূচনা ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খেলাধুলা উন্নয়ন মানের জন্য মিনি স্টেডিয়ামের কাজের সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন। এদিন মোশারফ হোসেনের নির্বাচনী এলাকা কাপাশিয়া অঞ্চলের সরকারী রাধানগর হাই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য মাদ্রাসার মাঠে মিনি স্টেডিয়াম এর কাজের শিলান্যাস করার পাশাপাশি অঞ্চলের গোপালপুর গ্রাম থেকে পরানপুর প্রাথমিক বিদ্যালয় যাওয়ার রাস্তা এবং জামালপুর ঈদগাহ থেকে জামালপুর গ্রাম পর্যন্ত দুটি রাস্তার ৬ কিলোমিটার পাকা রাস্তার ও মিনি স্টেডিয়াম জেলা পরিষদের প্রায় ৪০ লক্ষ টাকা বরাদ্দে কাজের সূচনা করেন এলাকার জেলা পরিষদের সদস্য তথা কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন। মোশারফ হোসেন ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সুফিয়া বিবি, বিশিষ্ট সমাজসেবক হুসেন আলি, ফটিক কুমার দাস, মাদ্রাসার সম্পাদক হাসান আলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মোশারফ হোসেন বলেন, এলাকার বাসিন্দাদের সহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের দাবি ছিল এটি। সেই মতো শুক্রবার সাধারণ মানুষের কথা ভেবে এই তিনটি প্রকল্পের কাজের সূচনা করা হলো।