নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৭ ডিসেম্বর : মেয়ের জটিল চিকিৎসার অর্থসহ ঘরের মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের সদর পাওয়ার হাউস এলাকার অনিল চন্দ্র সরকারের বাড়িতে। জানা গিয়েছে, পেশায় লরি চালক অনিল চন্দ্র সরকার বাড়িতে ছিলেন না। তার স্ত্রী গীতা মজুমদার সরকার বুধবার বিকেলে বাড়ির গেটে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন।
সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে এসে তিনি দেখতে পান ঘরের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের মধ্যে থাকা আলমারিসহ অন্যান্য আসবাবপত্র ভেঙ্গে ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, সোনা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এর আগেও একাধিকবার এই এলাকায় বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এদিন অভিযোগ করে গীতা মজুমদার সরকার জানান, বিকেল নাগাদ কিছুক্ষণের জন্য বাড়ি থেকে বের হয়ে কিছুক্ষণ পরে বাড়ি ফিরে এসে দেখি ঘরের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এমন অবস্থায় আমি অসহায় কেননা সামনেই মেয়েকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে হবে। এর আগেও এই এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ আধিকারিকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।