নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৯ অক্টোবর : গ্রামগঞ্জে খেলাধুলোর মান উন্নয়নে মালদা জেলার মানিকচক বিধানসভার অন্তর্গত নুরপুর সফিজুদ্দিন স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় এক দিবারাত্রি কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার সন্ধ্যায়। এদিন ফিতে কেটে এই কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। এদিন নিজেও কাবাডি খেলায় অংশ নেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ সুকিত সহ অন্যান্যরা।
এবিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল জানিয়েছেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনেই দিবারাত্রি এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। করোনাকালীন সময়ে বহুদিন পর এমন অনুষ্ঠানের আয়োজন। তাছাড়া নুরপুর সফিজুদ্দিন স্মৃতি সংঘের পরিচালনায় প্রতিবছরের ন্যায় এ বছরও স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলোর সাথে নুরপুরবাসী ওতপ্রোতভাবে জড়িত, সেকারণেই স্বাস্থ্যবিধি মেনে এই খেলার আয়োজন করা। শিক্ষার সাথে সাথে তাদের খেলাধুলো পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের প্রভাবিত করছে। এটি যুবসমাজকেও উদ্ভুদ্ধ করে। আমি সর্বদাই তাদের পাশে রয়েছি। সমস্ত রকম ভাবে তাদের সহযোগিতা করে যাব। তিনি আরো জানান খেলাধুলো মানব জীবনের একটি প্রধান অঙ্গ। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলোর মাধ্যমে সুস্থ ও রোগমুক্ত জীবনযাপন সম্ভব। তিনি প্রত্যেক কিশোর ও যুবকদের পড়াশুনার সাথে সাথে দৈনিক ক্রীড়াচর্চার জন্য আহবান করেন। এদিন খেলা দেখতে ভীড় জমিয়েছিলেন বহু ক্রীড়াপ্রেমী মানুষেরা।