নিজস্ব সংবাদদাতা , ইংরেজবাজার , ২৯ অক্টোবর : পুলিশী টহলদারী চলাকালীন বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার রাতে ইংরেজবাজারের বাধাপুকুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর টহলদারি দেওয়ার সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ঘটনায় আটক করা হয়েছে একটি গাড়িও। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম উত্তম মন্ডল। তার বাড়ি গাজোল থানার চিতপুর এলাকায়। এদিন রাতে আটক গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় দু প্যাকেট বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২ কিলো ৬০০ গ্রাম। এই গাঁজাগুলির বাজারদর আনুমানিক দুলক্ষ টাকা বলে জানা গিয়েছে পুলিশসুত্রে। ধৃত ব্যাক্তি গাজোল থেকে গাঁজাগুলিকে নিয়ে কালিয়াচকে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়।এই পাচারচক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।